মিঠুন কুমার রাজ, স্টাফ রিপোর্টারঃ
চাই নতুন কিছু হোক
নয়তো তৃপ্তি আসবে না। একবিংশ শতাব্দীতে ব্রাজিল-আর্জেন্টিনা মোট বড় চারটি টূর্ণামেন্টে মুখোমুখি হয়েছে। চারটি টূর্ণামেন্টে ৩ বার ফাইনাল এবং ১ বার সেমি-ফাইনাল ম্যাচে পরস্পরের দেখা হয়েছে।
৪ টি ম্যাচেই আর্জেন্টিনা লজ্জাজনক ভাবে
পরাজিত হয়েছে।
কোপা আমেরিকা ফাইনাল/২০০৪
ব্রাজিল ৪ - ২ আর্জেন্টিনা (টাইব্রেকার)
কনফেডারেশন কাপ ফাইনাল/২০০৫
ব্রাজিল ৪ - ১ আর্জেন্টিনা
কোপা আমেরিকা ফাইনাল/২০০৭
ব্রাজিল ৩ - ০ আর্জেন্টিনা
কোপা আমেরিকা সেমি-ফাইনাল/২০১৯
ব্রাজিল ২ - ০ আর্জেন্টিনা
২০২১ সালের কোপা আমেরিকার ফিক্সচার অনুযায়ী আবারও ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনালে মুখোমুখি হয়েছে।
আর্জেন্টিনা কি এই শতাব্দীতে ব্রাজিলের বিপক্ষে তাদের দুঃখ ঘোচাতে পারবে ?
সেটা দেখার অপেক্ষায় পুরো দুনিয়া।