মো. মিজানুর রহমান মিজান,চিরিরবন্দর দিনাজপুর প্রতিনিধিঃ বৈশ্বয়িক করোনাভাইরাস মহামারী প্রতিরোধে সাধারণ মানুষকে মাস্ক পরিধানে উদ্বুদ্ধ ও সচেতন করে তোলাসহ সর্বাত্মক লকডাউন সফল করে তুলতে দিনাজপুরের চিরিরবন্দরে বাংলাদেশ সেনাবাহিনী ব্যাপক মনিটরিং অব্যাহত রেখেছে।
আজ ৭ জুলাই বুধবার লেফটেন্যান্ট ইমন ইসলামের নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনী বীর উত্তম শহীদ মাহবুব সেনানিবাসের ১৬ পদাতিক ব্রিগেডের ৩৬ বীর (রিয়ার)'র সার্বিক সমন্বয়ে একটি দল সকাল থেকে উপজেলার বিভিন্ন স্পটে মনিটরিং করেন। বাংলাদেশ সেনাবাহিনীর ৩টি ইউনিট উপজেলায় বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানের নিমিত্তে ব্যাপক মনিটরিং করে যাচ্ছে। তাদের মনিটরিংসহ উপজেলা প্রশাসনের কঠোর তদারকিতে উপজেলার বিভিন্ন হাট-বাজারগুলোতে জনগণের উপস্থিতি অনেকটাই কমে গেছে।