মেঘের মাঝে মেঘ জমেছে রেজাউল করিম রোমেল


মেঘের মাঝে মেঘ জমেছে 
দেখতে পাচ্ছ কি?
সুরের মাঝে কান্না জমেছে 
শুনতে পাচ্ছ কি?

আমিতো চাইনি মেঘ হতে,
সুরের সাগরে ভাসতে চেয়েছি। 
সেখানে কান্না কোথায়! 
কান্নাগুলো সুখে দুখে
ঝরুক না কিছুক্ষণ,
ক্ষতি কি তাতে?

আর মেঘে মেঘেই যদি কেটে
যায় বেলা, তবে সুখ!
জমে থাকা কান্না কি কখনো 
ঝরবে না অশ্রু হয়ে?
সেতো বিধাতায় ভাল জানে।
আমার বন্ধন মেঘেতেই
যেখানে আছে জমে থাকা কান্না।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ