প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বৈষম্যের বিরুদ্ধে নাগরপুরে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের মানববন্ধন


ডা.এম.এ.মান্নান,টাংগাইল জেলা সংবাদদাতা: " প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বৈষম্য নয়, সাম্য চাই" – এই স্লোগানে কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের সঙ্গে বৈষম্যের প্রতিবাদে টাঙ্গাইলের নাগরপুরে সমাবেশ ও মানববন্ধন করেছে বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল ও কলেজ ঐক্য পরিষদ নাগরপুর উপজেলা শাখা। প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন অন্তর্ভুক্ত করার দাবিতে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

নাগরপুর সরকারি কলেজ গেটের সামনে সকাল ১১টায় ঘণ্টাব্যাপী মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল ও কলেজ ঐক্য পরিষদের সহ-সাংগঠনিক সচিব মো. গোলাম মোস্তফা গোলাম। সমাবেশে বাবু শম্ভুনাথ সাহা, মো. আনিসুর রহমান আনিস, আনিসুজ্জামান মুকুল, মিজানুর রহমান, আরফিনা আক্তার মিতালী, সাবিনা ইয়াসমিন, শফিউদ্দি মিয়া, মীর ওবায়েদ মোস্তাক মিয়া, রয়েল মিয়া, মো. কায়কোবাদ মিয়া, মো. আজিম মিয়া, মানিক মিয়া, আফতাব উদ্দিন আপন, আব্দুর রশিদ মিয়াসহ কিন্ডারগার্টেনের সকল ছাত্র ছাত্রী ও শিক্ষক শিক্ষিকা উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, সরকার যখন দেশের সব শিশুর জন্য সমান শিক্ষা অধিকার নিশ্চিত করার কথা বলছেন, সেখানে সম্প্রতি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বৃত্তি পরীক্ষায় অংশ নেওয়া থেকে বঞ্চিত করা হচ্ছে কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের। কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবি না মানলে আগামীতে সারাদেশে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে। দ্রুত এ সিদ্ধান্ত পরিবর্তনের জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপের দাবি করেন তাঁরা।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ