কয়রা(খুলনা)প্রতিনিধিঃ কয়রায় উপজেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি হিসাব সহকারী কাম কম্পিউটার ও ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তাদের সাথে ত্রি-মাসিক সমন্নয় সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২৪জুলাই) বেলা ১১ টায় উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসন ও স্থানীয় সরকার বিভাগ এ সভার আয়োজনে এ সভা অনু্ষ্ঠিত হয়।
কয়রা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্ল্যাহ আল বাকীর সভাপতিত্বে অনুষ্টানে উপস্থিত ছিলেন আদালতের উপজেলা সমন্বয়কারী মরিয়ম খাতুন, এছাড়াও অনুষ্টানে উপজেলার ৭টি ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা, গ্রাম আদালত সহকারী, সাংবাদিক ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় প্রতিটি ইউনিয়নে গ্রাম আদালতের কেস ব্যবস্থাপনা, নিষ্পত্তির হার, চ্যালেঞ্জ ও উত্তরণের পথ নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও ভবিষ্যতে গ্রাম আদালতের দক্ষতা বৃদ্ধি ও সেবা বর্ধনে একাধিক সুপারিশ গৃহীত হয়।