নওগাঁয় বজ্রপাতে এক কলেজছাত্র নিহত


রাজশাহী ব্যুরো
নওগাঁর সদরে বজ্রপাতে এক কলেজছাত্র নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বলিহার ইউনিয়নের জালালপুর গ্রামের মাঠে এই ঘটনা ঘটে।

নিহত পূর্ণ প্রামানিক (১৮) জালালপুর গ্রামের সুবোদ প্রামানিকের ছেলে ও বলিহার ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র।বলিহার ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইফুল ইসলাম জানান, সকাল থেকে নওগাঁয় গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছিল। এই কলেজছাত্র তাদের কয়েকটি গরু নিয়ে মাঠে ঘাস খাওয়াতে যান। গরু মাঠে ছেড়ে দিয়ে মাঠে ছাতা নিয়ে দাঁড়িয়ে ছিলেন।

"বেলা সাড়ে ১১ টার দিকে বজ্রপাতে ঘটনাস্থলে তিনি মারা যান। স্থানীয়রা দেখতে পেয়ে তার মরদেহ উদ্ধার করে।"নওগাঁ সদর মডেল থানার ওসি নজরুল ইসলাম জুয়েল বলেন, নিহতের পরিবারের লোকজন মরদেহ নিয়ে গেছেন।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ