
বিভিন্ন মামলায় গ্রেপ্তার, ছবিঃ কপোতাক্ষ নিউজ
রবিউল হোসাইন সবুজ, কুমিল্লা জেলা প্রতিনিধিঃগতকাল রাত থেকে আজ ২রা এপ্রিল দুপুর পর্যন্ত লাকসাম থানার ওসি তদন্ত মাসুদ খানের নেতৃত্বে নারী পুরুষ সহ বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত ১১ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।লাকসাম থানার এই ঝটিকা অভিযানকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় এলাকার সুশীল সমাজ।
গ্রেফতারকৃত আসামীরা হলেন, ০১/ ফুলগাও গ্রামের মোঃ মফিজুর রহমানের ছেলে মোঃ আবু, ও ০২/ বাবুল,০৩/ সাতঘর ইছাপুরা গ্রামের মৃত. সেকান্দর আলীর ছেলে মোঃ সোলেমান মজুমদার, ও ০৪/ সোলেমান মজুমদারের ছেলে ওমর ফারুক, ০৫/ জনার্দ্দনপুর গ্রামের নজির আহমেদের ছেলে মোঃ নোমান হোসেন, ০৬/ পাইকপাড়া গ্রামের কালা মিয়ার ছেলে আবদুল মান্নান, ০৭/ ধামৈচা গ্রামের মাইন উদ্দিনের স্ত্রী রাশেদা বেগম, ০৮/ গাজিমুড়া গ্রামের শামছুল হকের ছেলে এরশাদ হোসেন, ০৯/ তারাপুর গ্রামের মৃত. ফজর আলীর ছেলে মোঃ হাবিল মিয়া ১০/ বাকই উত্তর পাড়ার মৃত. আমান উদ্দিনের ছেলে হাবিবুর রহমান এবং আমেনা বেগম।আইনের চোখ কে ফাকি দেওয়া এই আসামীদেরকে আদালতে প্রেরন করেছেন বলে নিশ্চিত করেছেন লাকসাম থানার ওসি তদন্ত মোঃ মাসুদ খান।