রাজশাহী ব্যুরোঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সংবাদ সংগ্রহের সময় সময় টিভির জাহাঙ্গীর আলমকে মারধর ও এখন টিভির সোহান মাহমুদকে লাঞ্ছিত করার ঘটনায় মানববন্ধন করেছে স্থানীয় সাংবাদিকরা। সোমবার সকাল ১১টায় টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সাংবাদিকরা বলেন, দেশে সাংবাদিক নির্যাতন বাড়ছে, কিন্তু কঠোর ব্যবস্থা দেখা যাচ্ছে না। গোমস্তাপুরে হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান তারা।গত ২৭ নভেম্বর রহনপুর কলেজ মোড়ে সংবাদ সংগ্রহের সময় প্রার্থী আমিনুল ইসলামের সমর্থকদের হামলায় জাহাঙ্গীর আলম আহত হন এবং তাঁর ক্যামেরা ভাঙচুর করা হয়। বাধা দিতে গেলে সোহান মাহমুদও লাঞ্ছিত হন।