নিউজ ডেস্কঃ মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ১০ শ্রেণির শিক্ষার্থী ফয়সাল হোসেন (১৭) নিহত (ইন্নাইলাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)। ফয়সাল হোসেন গদখালী মঠবাড়ি গ্রামের শফিকুল ইসলামের ছেলে ও টাওরা আজিজুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী। ঘটনাটি ঘটেছে, বুধবার সন্ধ্যার আগে যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছা থানাধীন গদখালী কোল্ড স্টোরেজের সামনে।
স্থানীয়রা জানিয়েছেন, ফয়সাল হোসেন এসময় তার ব্যবহৃত মোটরসাইকেল ইয়ামাহা ভারসন-৩ (রেজি নং-যশোর ল ১৪- ৬৭০৩) যোগে গদাখালী থেকে ঝিকরগাছায় যাচ্ছিল। ঘটনাস্থলে পৌছলে বিপরিত দিক থেকে আসা সোহাগ পরিবহনের বাস নং ঢাকা মেট্টো-ব- ১৪- ৭৮৬৮ এর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ফয়সাল হোসেন মারাত্বক ভাবে জখম হয়। পথচারি ও ফায়ার সার্ভিসের কর্মীরা ফয়সালকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালের নিয়ে যায়। এরপর যশোর সদর হাসপাতাল কতৃপক্ষ খুলনা রেফার্ড করে। খুলনা সিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে ফয়সাল মৃত্যুবরণ করে।