মোঃ ফিরোজ আহমেদ,রাজশাহী ব্যুরো নওগাঁর আত্রাইয়ে জাতীয় শোক দিবস পালিত হয়েছে৷ নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগ পৃথক পৃথক ভাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৮ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছেন। দিবস উপলক্ষে মঙ্গলবার সকাল ১০ টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ও আহসানগঞ্জ রেল স্টেশনের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন সাংসদ আনোয়ার হোসেন হেলাল, ইউএনও সঞ্চিতা বিশ্বাস, ওসি তারেকুর রহমান সরকার, মুক্তিযোদ্ধা কমান্ড, আ'লীগ পরিবার, স্বাস্থ্য কমপ্লেক্স, পল্লী বিদ্যুৎ, শিক্ষা প্রতিষ্ঠান, সোনালী ব্যাংকসহ অন্যরা।শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা আ'লীগের উদ্যোগে সাংসদ আনোয়ার হোসেন হেলাল এর নেতৃত্বে শোক র্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।সকাল ১১ টায় উপজেলা পরিষদ হল রুমে ইউএনও সঞ্চিতা বিশ্বাসের সভাপতিত্বে এবং উপজেলা পরিষদ মাঠে উপজেলা আ'লীগ সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলালের সভাপতিত্বে আলোচনা সভা হয়। সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক, সহকারী কমিশনার (ভূমি) অঞ্জন কুমার দাস, ওসি তারেকুর রহমান সরকার, ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম ও হাফিজুল ইসলাম, উপজেলা আ'লীগ সাধারন সম্পাদক আক্কাছ আলী,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. রোকসানা হ্যাপি, মৎস্য অফিসার পলাশ চন্দ্র দেবনাথ, ইন্সেক্টাকটর ফররুখ আহম্মেদ, জেলা পরিষদ সদস্য চৌধুরী গোলাম মোস্তফা বাদলসহ আ"লীগ পরিবারের সদস্য বক্তব্য দেন।পরে শোক দিবস উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন ইউএনও সঞ্চিতা বিশ্বাস।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)