নওগাঁর বদলগাঁছীতে ছোট যমুনা নদীতে অবৈধ চায়না রিং জাল ধ্বংস

রাজশাহী ব্যুরো: নওগাঁর বদলগাঁছীর ছোট  যমুনা নদীতে অবৈধ চায়না রিং জাল ধ্বংস করা হয়েছে। নওগাঁর বদলগাছী উপজেলার ছোট যমুনা নদীতে অভিনব পদ্ধতিতে তৈরি করা চায়না রিং জাল বা ডারকি জালের ফাঁদ পেতে শুরু হয়েছে ছোট-বড় বিভিন্ন প্রজাতের মাছ নিধন।আজ বুধবার সকালে মৎস্য অফিসার মোঃ আব্দুস সালাম এর অভিযানে ৯ টি নিষিদ্ধ চায়না জাল বা দুয়ারী জাল ও মশারি জাল জব্দ করে আগুনে পুড়ে ধ্বংস করেছেন উপজেলা মৎস্য অফিসার 

বদলগাছী ছোট যমুনা নদীর মাঝে ডিঙি নৌকা দিয়ে চায়না জাল বা ডারকি জালের ফাঁদ পেতে জেলেরা মাছ শিকার করছেন । একটি সূত্র জানিয়েছে ওইসব এলাকায় প্রতিটি মাছ ধরা নৌকার জেলের কাছে ২ থেকে ৫টি করে এই চায়না জাল রয়েছে।ডারকি জাল দিয়ে কিছু অসাধু ব্যক্তি ডিমওয়ালা মা ও পোনা মাছ অবাধে নিধন করছেন। অবৈধ জালের ব্যবহার বেড়ে যাওয়ায় মাছের স্বাভাবিক প্রজনন,বংশ বিস্তার ও বৃদ্ধি ব্যাহত হচ্ছে। এর প্রভাবে নদ-নদীতে মাছের প্রাচুর্য কমে যাচ্ছে। অচিরেই এসব জাল বন্ধ না হলে দেশের মৎস্য ভান্ডারে বিপর্যয় নেমে আসার শঙ্কা স্থানীয়দের।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ