নীলফামারীর কিশোরগঞ্জে ডাচ-বাংলা ব্যাংকের উপ-শাখার উদ্বোধন


গাওসুল ল আজম,কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধি: নীলফামারী  কিশোরগঞ্জের প্রাণকেন্দ্রে নিঝুম  কুন্জ ভবনের দোতলায় ডাচ-বাংলা ব্যাংকের উপ-শাখার উদ্বোধন করা হয়েছে।মঙ্গলবার(১৭অক্টোবর) দুপুরে ফিতা কেটে উপ-শাখার উদ্বোধন করেন ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের সহকারী ভাইস প্রেসিডেন্ট ও নীলফামারী  শাখার ব্যবস্থাপক হারুন অর রশিদ।এ উপলক্ষে স্থানীয় ব্যবসায়ী,সুধীজন, সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিদের উপস্থিতিতে  উদ্বোধন পূর্ব আলোচনা  সভায়  বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ উপ-শাখার ইনচার্জ ও সিনিয়র অফিসার শাহাবুর রহমান, ভবন মালিক ফজল কাদির, বিশিষ্ট ব্যবসায়ী শামীম হোসেন, কিশোরগঞ্জ দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক ও ডাচ বাংলা ব্যাংক লিমিটেড এজেন্ট ব্যাংকের স্বত্বাধিকারী রেজাউল করিম রেজা প্রমুখ। আলোচনা সভা শেষে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।বক্তার এ সময় জানান, ১৯৯৬ সালের ৩ জুন বাংলাদেশে ডাচ-বাংলা ব্যাংকের যাত্রা শুরু হয়। এরপর থেকে সারাদেশে একের পর এক শাখা প্রতিষ্ঠার মাধ্যমে ব্যাংকিং সেবা প্রদান করে আসছে।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ