মোঃ ফিরোজ আহমেদ,রাজশাহী ব্যুরোঃ নাটোরের নলডাঙ্গায় নৌকা ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। নাটোরের নলডাাঙায় গতকাল শুক্রবার সন্ধ্যা সারে ৬ টার দিকে হালতি বিলের খোলাবাড়িয়া নামক স্থানে নৌকায় ডুবে নাটোর জেলার লালপুর উপজেলার আবরার গ্রামের মোঃ আরিফ হোসেনের দুই ছেলে আব্দুল্লাহ(১১) ও আব্দুর রহমান (৯) নৌকায় ডুবে যায়।নলডাাঙা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবুল কালাম ও স্হানীয়রা জানান, নৌকা রিজার্ভ ভারা করে ১৭ জম নারী,পুরুষ ও শিশু সহ হালতি বিল ভ্রমণ করতেছিল তাহারা। ভ্রৃমনের শেষে বাড়ি ফিরার পথে হালতি বিলের বিদ্যুৎতের খুটির টানা দেওয়া তারের সংগে নৌকা ঢাক্কা লেগে নৌকাটি উল্টে যায়।
এসময়ে অন্যো নৌকার যাত্রী ও স্হানীয়দের সহযোগিতায় ও যাত্রীরা সাঁতার কেটে খোলাবাড়িয়া মাদ্রাসায় সবাই আশ্রয় নেয়। মোঃ আরিফুল ইসলামের দুই সন্তান পানিতে তলিয়ে যায়।অনেক খোঁজা খোঁজির পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে দুই ভাইয়েকে উদ্ধার করেছে মৃত্যু অবস্থায়। এতে এলাকায় এ ঘটনায় এক শোকের ছায়া নিমে এসেছে।এই মর্মান্তিক মৃত্যুতে বাচ্চা দুটিকে এক নজর দেখার জন্য শত শত মানুষের ভির জমিয়েছে বাচ্চা দুটিকে দেখে সবারই চোখে পানি এসে গিয়েছে।