হিলি স্থলবন্দরের রাস্তার কাজ দ্রুত শেষ ও ধুলা মুক্তর দাবিতে র‌্যালী অনুষ্ঠিত


হিলি প্রতিনিধিঃ হিলি স্থলবন্দরের ফোর লেনের অসমাপ্ত রাস্তার কাজ দ্রুত শেষ করার দাবিতে এবং ধুলা মুক্ত হিলি'র দাবিতে র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।আজ শনিবার সকাল ১০ টায় হাকিমপুরের সর্বস্তরের জনগন-এর ব্যনারে বন্দরের জিরো পয়েন্ট থেকে চারমাথা মোড় পর্যন্ত এই র‍্যালী অনুষ্ঠিত হয়। তরুন সমাজ সেবক জাবেদ হোসেন রাসেলের নেতৃত্বে স্থানীয় তরুন যুবকরা এই র‌্যালীতে অংশ গ্রহণ করে।

র‌্যালীতে অংশগ্রহণকারিরা অভিযোগ করেন, হিলি স্থলবন্দর একটি গুরুত্বপূর্ণ এলাকা হওয়া সত্তে¡ও বন্দরের প্রধাণ সড়ক গুলোর কাজ অসমাপ্ত করে ফেলে রাখা হয়েছে। এতে পথচারিদের পাশাপশি স্কুল-কলেজের শিক্ষার্থী, হাসপাতালের রোগীদের চলাচলে সমস্যায় পড়তে হচ্ছে।সমাজ সেবক জাবেদ হোসেন রাসেলের নেতৃতে, এসময় ব্যক্তি উদ্যোগে জিরোপয়েন্ট থেকে চারমাথা পর্যন্ত সড়কের ধুলা অপসারণের কাজও শুরু করা হয়। এছাড়াও চলতি শুষ্ক মওসুমে রাস্তার ধুলা-বালির কারনে রাস্তায় চলাচলই দায় হয়ে পড়েছে পাশাপশি নানা রকম স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়তে হয়েছে স্থানীয়দের।রাস্তার অসমাপ্ত কাজ দ্রুত সংস্কার ও হিলিকে ধুলা মুক্ত রাখার জোর দাবি জানান র‌্যালীতে অংশগ্রহণকারীরা।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ