কৌশিক চৌধুরী, হিলি প্রতিনিধিঃদিনাজপুরের হিলিতে নানা কর্মসুচীর মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৪তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।হাকিমপুর উপজেলা প্রশাসনের আয়োজনে আজ রবিবার সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিত্বে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। প্রথমেই উপজেলা প্রশাসন, পৌরসভা, পুলিশসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এর পরে তার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
পরে উপজেলা পরিষদের হলরুমে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম না হলে বাংলাদেশ নামের দেশটির জন্ম হতনা বলে মন্তব্য করেন বক্তারা। সেই সাথে জাতীয় শিশু দিবসের তাৎপর্য তুলে ধরেন বক্তারা।এছাড়াও শিশুকিশোরদের মাঝে আয়োজিত চিত্রাংকন ও কবিতা আবৃত্তি প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় এর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) লায়লা ইয়াসমিন, উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান শাহিনুর রেজা, পৌরমেয়র জামিল হোসেন, ভারপ্রাপ্ত কর্মকর্তা দুলাল হোসেনসহ অনেকে।