দিবসটি উদযাপন উপলক্ষে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে সকল শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সমূহে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় দিবসটি।
সকাল দশটায় উপজেলা পরিষদ চত্বরে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী অফিসার এম এম আশিক রেজার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ মোঃ আবুল কালাম বারী পাইলট, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেন বাবুল, উপজেলা কৃষি অফিসার লোকমান আলম, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ফজলার রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নূর মোহাম্মদ, থানা অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র মন্ডল, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবুল সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।