মোঃ সবুজ মিয়া, বগুড়া: বগুড়ায় ৭৭৫ বোতল ফেনসিডিলসহ সুমা খাতুন (২৫) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। সোমবার (১১ মার্চ) দুপুর পৌনে ১টার দিকে উপজেলার নুনগোলা কুকরুল গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার সুমা ওই গ্রামের মেহেদী হাসানের স্ত্রী। পুলিশের দাবি, এই নারী একজন পেশাদার মাদক ব্যবসায়ী।বগুড়া সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. শাহীনুজ্জামান বলেন, বিক্রির উদ্দেশ্যে সুমা তার স্বামীর বাড়ির পেছনে সরিষা খেতে একটি বস্তায় ফেনসিডিল লুকিয়ে রাখে। খবর পেয়ে তাকে বাড়ি থেকে আটক করা হয়। পরে সুমা নিজেই বাড়ির পেছনে সরিষা খেতে ফেনসিডিল রাখা বস্তাটি দেখিয়ে দেয়। ওই বস্তা খুলে ৭৭৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইহান ওলিউল্লাহ বলেন, সুমা এলাকায় গৃহবধূ হিসেবে পরিচিত। এই পরিচয়ের আড়ালে তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালাচ্ছেন। তার বিরুদ্ধে প্রচলিত মাদকদ্রব্য আইনে মামলা দায়ের হয়েছে। মঙ্গলবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হবে।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)