মোহনগঞ্জ প্রেস ক্লাবের আহব্বায়ক কমিটি গঠন 

আজহারুল ইসলাম মোহনগঞ্জ: দীর্ঘদিন যাবৎ দুই ভাগে বিভক্ত থাকা মোহনগঞ্জ প্রেসক্লাবের সদস্যগন আলোচনায় বসে একত্রিকরণের সিদ্ধান্ত গৃহীত হয়ে আহব্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে সিনিয়র সাংবাদিক এম এস দোহাকে আহব্বায়ক ও সিনিয়র সাংবাদিক কামরুল ইসলাম রতনকে সদস্য সচিব করা হয়েছে। শুক্রবার বিকেলে মোহনগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে প্রবীন সাংবাদিক জালাল উদ্দীন আহম্মদের সভাপতিত্বে ও প্রবীন সাংবাদিক অধ্যাপক নরোত্তম রায় সহ দুই ক্লাবের সাংবাদিকদের উপস্থিতিতে যৌথ সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় দুই প্রেসক্লাবের কমিটিকে বিলুপ্ত করে নতুন পাঁচ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটির আহ্বায়ক হলেন, এম এস দোহা (দৈনিক যুগান্তর), যুগ্ন আহ্বায়ক আবুল কাসেম আজাদ (দৈনিক জনকন্ঠ) সদস্য সচিব কামরুল ইসলাম রতন (দৈনিক ভোরের ডাক),   সদস্য হাফিজুর রহমান চয়ন (দূর্জয় বাংলা) ও সাইফুল আরিফ জুয়েল (দৈনিক আজকের পত্রিকা)। এছাড়া উপদেষ্টা কমিটির সদস্য হলেন প্রবীন তিন সাংবাদিক জালাল উদ্দীন আহম্মেদ,অধ্যাপক নরোত্তম রায় ও এস এম সারোয়ার খোকন। আহ্বায়ক কমিটি গঠনতন্ত্র সংশোধনসহ সংস্কারের কার্যক্রম শেষে ভোটার তালিকা প্রণয়ন করে একটি সুন্দর সুষ্ঠ নির্বাচন উপহার দেওয়ার দায়িত্ব দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ