আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২(চৌগাছা-ঝিকরগাছা) আসনে বিএনপি’র এমপি পদপ্রার্থী হতে চান এ্যাড. ইসহাক। বৃহস্পতিবার (১২ জুন) বিকাল সাড়ে ৫টায় ঝিকরগাছা প্রেসক্লাব ঈদ পরবর্তী সংবাদকর্মীদের সাথে মতবিনিময় কালে তিনি তার বিভিন্ন অনভূতি ব্যক্ত করেন। এসময় তিনি আরও বলেন, জনগণের অধিকার রক্ষা, সুশাসন প্রতিষ্ঠা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদি দল (বিএনপি) যেভাবে আন্দোলন করে যাচ্ছে, সেই ধারাবাহিকতা আগামী নির্বাচনে আমরা ধরে রাখবো। বাংলাদেশ জাতীয়তাবাদি দল (বিএনপি) এর প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শই হচ্ছে আমাদের রাজনীতির মূল চালিকাশক্তি। তার নীতি ও দেশপ্রেমকে সামনে রেখেই আমরা আগামী দিনের রাজনীতি গড়ে তুলতে চাই। তৃণমূল পর্যায়ের সমস্যা, এলাকার উন্নয়ন ও শিক্ষার প্রসারে নিজের পরিকল্পনার কথাও তুলে ধরেন। যশোর-২ আসনের সার্বিক উন্নয়নে নিরপেক্ষ ও শক্তিশালী নেতৃত্ব প্রদানের আমি অঙ্গীকার বদ্ধ। এছাড়াও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি স্পষ্টভাবে তার রাজনৈতিক অবস্থান ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন এবং সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন। এসময় উপস্থিত ছিলেন, ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক তরিকুল ইসলামসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
