এই গণশুনানিতে সামাজিক জবাবদিহিতার একটি টুলস যার মাধ্যমে সেবাদাতাগনের সেবার মান উন্নীত করার পাশাপাশি সেবাদাতা ও সেবা গ্রহীতার মাঝে সেতু বন্ধন তৈরি করে। সেই সাথে সেবা গ্রহীতা এবং সাধারন মানুষের অধিকার সম্পর্কে সচেতনতা ও ক্ষমতায়নের পথ তৈরি করে, এই লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত হয় ।
গণশুনানি অনুষ্ঠানে সভাপতিত্বে করেন,গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আলহাজ্ব জি এম মাছুদুল আলম, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্যামনগর উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস.এম. দেলোয়ার হোসেন। আরও উপস্থিত ছিলেন, গাবুরা ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের ইউপি মঞ্জুর হোসেন, চাঁদনীমুখা পরিজান আলিম মাদ্রাসার সহঃ শিক্ষক আব্দুল রশিদ, গাবুরা ইউনিয়নে সমাজ কর্মী প্রদীপ কুমার মন্ডল, উপকূলীয় প্রেস ক্লাবের সম্পাদক আল-হুদা মালী, গাবুরা ইউনিয়ন ক্লাইমেট এ্যাকশান গ্রুপের সভাপতি ডাক্তার শেখ আব্দুল মান্নান, লিডার্সের সিআরইএ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী সুব্রত অধিকারী ও সিআরইএ প্রকল্পের অন্যান্য কর্মকর্তা বৃন্দ।
গণশুনানিতে উপজেলা সমাজসেবা অফিসার সমাজসেবা দপ্তরের যত সেবা আছে সব সেবার কার্যক্রম বিস্তারিত আলোচনা করেন। তিনি আরও বলেন সরকার তার প্রতিটা সেবার কার্যক্রম বর্তমানে ইউনিয়ন পরিষদে সবার সামনে আলোচনার মাধ্যমে সিধান্ত নিবেন। এছাড়াও গণশুনানিতে আগত সব উপকারভোগীদের প্রশ্নের উত্তর প্রদান করেন, উপজেলা সমাজসেবা অফিসার।