স্টাফ রিপোর্ট, আব্দুর রাজ্জাক মানিকগঞ্জঃআজ রোজ শনিবার সকাল ৭ ঘটিকার সময় শিল্পীকলা একাডেমি, মানিকগঞ্জ।মানিকগঞ্জ সাংস্কৃতিক সংসদ এর উদ্যোগে দিনব্যাপী সদস্য কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাফেজ মাওলানা কামরুল ইসলাম জেলা আমির,বাংলাদেশ জামায়াতে ইসলামী মানিকগঞ্জ ও জেলার প্রধান উপদেষ্টা,মানিকগঞ্জ সাংস্কৃতিক সংসদ। সঞ্চালনায় ছিলেন মাওলানা নুরুল ইসলাম, জেলা সেক্রেটারী বাংলাদেশ জামায়াতে ইসলামী মানিকগঞ্জ জেলা শাখা
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মুহাম্মদ ইজ্জত উল্লাহ কেন্দ্রীয় নির্বাহি সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মুহাম্মদ দেলওয়ার হোসাইন অঞ্চল টিম সদস্য, ঢাকা অঞ্চল উত্তর, বাংলাদেশ জামায়াতে ইসলামী। বক্তব্য রাখেন মানিকগঞ্জ- ১ আসনের সংসদ সদস্য প্রার্থী ডাঃ আবু বক্কর সিদ্দিক- ২ আসনের এমপি পদপ্রার্থী মোহাম্মদ জাহিদুর রহমান-৩ আসনের এমপি পদপ্রার্থী মাওলান দেলোয়ার হোসাইন।
প্রধান অতিথি বক্তব্য বলেন দ্বীনি ভোটারদের সাথে যোগাযোগ করতে, অসৎ ব্যক্তিদের ভোট দিয়ে নির্বাচিত করলে, অসৎ ব্যক্তিরা গুনাহ করলে তার অংশ নিতে হবে, আর সৎ ব্যক্তিদের ভোট দিলে তারা ভালো কাজ করলে তার নেকির অংশ সে পাবে। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা শাখা দায়িত্বশীল বৃন্দ। উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলার ৭ উপজেলার আমির ও সেক্রেটারী ও সকল রুকন দায়িত্বশীল বৃন্দ।সভাপতির বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করা হয়।