গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় প্রেসক্লাব চৌগাছার নিন্দা ও প্রতিবাদ

চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্য দিবালোকে শতশত মানুষের সামনে কুপিয়ে ও জবাই করে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন প্রেসক্লাব চৌগাছার আহ্বায়ক ও দৈনিক যশোর বার্তা'র সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ শিহাব উদ্দীন, সদস্য সচিব মুকুরুল ইসলাম মিন্টু, যুগ্ম আহ্বায়ক মাসুদ পারভেজ, মঈন উদ্দিন মঈন, টিপু সুলতান, আহ্বায়ক কমিটির সদস্য ইমাম হোসেন সাগর, ইঞ্জিনিয়ার রাজু আহমেদ, আসিফ ইকবাল রকি, ফারুক আহমদ, সাবেক সভাপতি আলমগীর মতিন চৌধুরী, সহকারী অধ্যাপক ইয়াকুব আলী, সাবেক সিনিয়র সহ-সভাপতি সিদ্দিকুর রহমান, সহ-সভাপতি মার্শাল ওয়ালিউর রহমান, সাবেক সাধারণ সম্পাদক শাহানুর আলম উজ্জ্বল, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খাজা ফজিল আইজ উজ্জ্বল, সিনিয়র সাংবাদিক খালেদুর রহমান, রিপোর্টার্স ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি শওকত আলী, সাধারণ সম্পাদক এম হাসান মাহমুদ, সাংবাদিক এম শাহিন, রিয়াজুল ইসলাম, আব্দুস সাত্তার কিনে, এম এ কবির, খলিলুর রহমান জুয়েল, শহিদুল ইসলাম, মিজানুর রহমান, জাহাঙ্গীর আলম, শারাফ উদ্দীন, তানভীর হোসেন ঠান্ডু, কবিরুল ইসলাম, জাহিদ হাসান সোহান, নুরুল ইসলাম, শিপলু রহমান, তবিবুর রহমান,  সাইদুর রহমান প্রমুখ। বিবৃতিতে নেতৃবৃন্দ অবিলম্বে চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান। সরকার দাবি মানতে ব্যর্থ হলে সাংবাদিক সমাজকে সাথে নিয়ে বৃহত্তর আন্দোলনের ডাক দিতে বাধ্য হবে।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ