নিউজ ডেস্কঃ যশোরের মণিরামপুরে ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আশরাফুল ইসলামকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত সোয়া ৯টার দিকে উপজেলার রাজগঞ্জ বাজারে এ ঘটনাটি ঘটে। নিহত আশরাফুল চালুয়াহাটি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মোবারকপুর গ্রামের বাসিন্দা ছিলেন।স্থানীয়রা জানায়, আশরাফুল ইসলাম রাজগঞ্জ বাজারের একটি চায়ের দোকানে বসা ছিলেন। এসময় কয়েকজন দুর্বৃত্ত তাকে রাস্তার ওপর ডেকে নেয়। কোনো কিছু বুঝে ওঠার আগেই দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে চলে যায়। পরে হাসপাতালে নেওয়ার পথে আশরাফুল মারা যান।রাজনৈতিক কোন্দলের জেরে আশরাফুল খুন হতে পারেন বলে স্থানীয়রা ধারণা করছেন। মণিরামপুর থানার ওসি বাবলুর রহমান জানান, কারা কী কারণে তাকে হত্যা করেছে- তা এখনও জানা যায়নি। তবে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)