জুলাই সনদের ভিত্তিতে নির্বাচনের দাবিতে দৌলতখানে জামায়াতের বিক্ষোভ

মো. মিরাজ হোসাইন, ভোলা প্রতিনিধি: জুলাই সনদের আইনি ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনসহ ৫ দফা দাবিতে ভোলার দৌলতখানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৫টায় উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিলটি সেলিম চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়।

উপজেলা জামায়াতের আমির হাসান তারেক হাওলাদারের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা আশরাফ উদ্দিন ফারুকের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, জেলা মজলিসে শূরা সদস্য উপাধ্যক্ষ মাওলানা ওলিউল্লাহ কবির।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন, উপজেলা মানবসম্পদ সম্পাদক আবুল কালাম আজাদ, তারবিয়াত সম্পাদক জামাল উদ্দিন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হাফেজ নিজাম উদ্দিন, পৌর আমির প্রভাষক গোলাম মাওলা, ইউনিয়ন আমিরবৃন্দসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, জুলাই জাতীয় সনদের আলোকে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করতে হবে। জাতীয় সংসদের উভয় কক্ষে পি আর (PR) পদ্ধতি চালু করা, অবাধ-সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ নিশ্চিত করা এবং সকলের জন্য সমান সুযোগ সৃষ্টি করতে হবে। পাশাপাশি তারা ফ্যাসিস্ট সরকারের গণহত্যা, জুলুম-নির্যাতন ও দুর্নীতির বিচার দাবি করেন। একই সঙ্গে স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ