আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টারঃ মানিকগঞ্জে “লেভেল প্লেয়িং ফিল্ড” নিশ্চিত করে জাতীয় নির্বাচন, ফ্যাসিস্টদের বিচার এবং জাতীয় পার্টিসহ ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৫টায় কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে জেলা শহরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। সমাবেশে সভাপতিত্ব করেন মানিকগঞ্জ সদর থানার আমির মাওলানা ফজলুল হক।বক্তব্য রাখেন জামায়াতের ঢাকা উত্তর অঞ্চল টিম সদস্য ও মানিকগঞ্জ–৩ আসনের মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা দেলোয়ার হোসাইন, জেলা আমীর হাফেজ মাওলানা কামরুল ইসলাম, জেলা সেক্রেটারি মাওলানা নুরুল ইসলাম, সিংগাইর থানা আমীর আব্দুল মান্নানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, জুলাই সনদের ভিত্তিতে পিআর (PR) পদ্ধতির মাধ্যমে নিরপেক্ষ ও গ্রহণযোগ্য জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রকৃত “লেভেল প্লেয়িং ফিল্ড” তৈরি করতে হবে। একই সঙ্গে দেশের গণতান্ত্রিক পরিবেশ ধ্বংসকারী ফ্যাসিস্টদের বিচার করতে হবে। বক্তারা আরও দাবি করেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে হলে জাতীয় পার্টিসহ ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা জরুরি।এছাড়াও জামায়াতের সিংগাইর, শিবালয়, সাটুরিয়া, হরিরামপুর, ঘিওর ও দৌলতপুর উপজেলা শাখার উদ্যোগে পৃথক পৃথক মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
