‘উত্তরণ’ দাকোপে সাইক্লোন শেল্টার ম্যানেজমেন্ট কমিটির দ্বিতীয় দক্ষতা উন্নয়ন কর্মশালা

প্রেস বিজ্ঞপ্তিঃ উত্তরণ' দাকোপে সাইক্লোন শেল্টার ম্যানেজমেন্ট কমিটির দ্বিতীয় দক্ষতা উন্নয়ন কর্মশালা সমাপ্ত করেছে 
উন্নয়ন সংস্থা 'উত্তরণ' খুলনার দাকোপে সাইক্লোন শেল্টার ম্যানেজমেন্ট কমিটির সদস্যদের নিয়ে দিনব্যাপী কর্মশালার আয়োজন করেছে। আন্তর্জাতিক দাতা সংস্থা জেড জুরিখ ফাউন্ডেশন - এর অর্থায়নে প্র্যাকটিক্যাল এ্যাকশন-এর সহযোগিতায় ১৬ অক্টোবর, বৃহস্পতিবার সকালে দাকোপ প্রাণিসম্পদ দপ্তরের হলরুমে জুরিখ ক্লাইমেট রেজিলিয়েন্স প্রোগ্রাম এর আওতায় দ্বিতীয় কর্মশালা অনুষ্ঠানের উদ্বোধন করেন দাকোপ উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: শহিদুল্লাহ। কর্মশালা সঞ্চালনা করে উত্তরণ-এর জুরিখ ক্লাইমেট রেজিলিয়েন্স প্রোগ্রামের প্রকল্প সমন্বয়কারী মো. আরিফুর রহমান।  দাকোপের তলিডাঙা ইউনিয়নের গোবিন্দলাল মাধ্যমিক বিদ্যালয় কাম সাইক্লোন শেল্টার, কাঁকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইকেøান শেল্টার এবং আড়াখালি সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন শেল্টার এর ম্যানেজমেন্ট কমিটির সদস্য, সংশ্লিষ্ট ইউপি সদস্য, সংরক্ষিত নারী সদস্যরা অংশগ্রহণ করেন। এই কর্মশালায় আরও উপস্থিত ছিলেন উত্তরণ- এর মুন্না ইসলাম, আরতি রানী পাল ও সাংবাদিক সিকান্দান আবু জাফর। 
কর্মশালায় সাইক্লোন শেল্টার ম্যানেজমেন্ট কমিটির চ্যালেঞ্জ, সম্ভাবনা, কমিটির দায়িত্ব কর্তব্য, কী কী প্রয়োজন এবং কমিটি শক্তিশালীকরণে নানান দিক-সহ মডেল সাইক্লোন শেল্টার নির্মাণ বিষয়ে কর্মপরিকল্পনা করা হয়। 
প্রধান অতিথি বলেন, এই ধরনের কর্মশালা উপকূলীয় অঞ্চলের জন্য অত্যন্ত প্রয়োজন। আমাদের এই এলাকায় সাইক্লোন শেল্টার ম্যানেজমেন্ট কমিটিকে নিয়ে কোনো প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় না। এটাই প্রথম আমাদেরকে নিয়ে এই ধরনের অনুষ্ঠান।   উত্তরণ ও প্র্যাকটিক্যাল এ্যাকশনকে এই ধরনের কর্মশালা আয়োজন করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।
ঝর্ণা রানী বলেন, উত্তরণকে ধন্যবাদ। আমরা সাইক্লোন ম্যানেজমেন্ট কমিটির সদস্য হলেও এর দায়িত্ব কর্তব্য সম্পর্কে জানতাম না। আজ কর্মশালার মাধ্যমে জানতে পারলাম।
ইউপি সদস্য জগদিশ চন্দ্র বলেন, প্রথমবারের মতো সাইক্লোন শেল্টার ম্যানেজমেন্ট কমিটির কর্মশালায় আসতে পেরে ভালো লেগেছে। এর পলিসি সম্পর্কে জেনেও আনন্দিত । আমরা এসব জানতাম না। সরকারের পাশাপাশি উত্তরণ এগিয়ে এসেছে এটা উপকূলবাসীর জন্য সুসংবাদ। 

উত্তরণ- দাকোপে সাইক্লোন শল্টোর ম্যানজেমন্টে কমটিরি দ্বতিীয় দক্ষতা উন্নয়ন র্কমশালা সমাপ্ত করছেে
উন্নয়ন সংস্থা উত্তরণ খুলনার দাকোপে সাইক্লোন শল্টোর ম্যানজেমন্টে কমটিরি সদস্যদরে নয়িে দনিব্যাপী দ্বতিীয় র্কমশালার আয়োজন সমাপ্ত করছে।ে আর্ন্তজাতকি দাতা সংস্থা জডে জুরখি ফাউন্ডশেন - এর র্অথায়নে প্র্যাকটক্যিাল এ্যাকশন-এর সহযোগতিায় ১৬ অক্টোবর, বৃহস্পতবিার সকালে দাকোপ প্রাণসিম্পদ দপ্তররে হলরুমে জুরখি ক্লাইমটে রজেলিয়িন্সে প্রোগ্রাম এর আওতায় দ্বতিীয় র্কমশালা অনুষ্ঠানরে উদ্বোধন করনে দাকোপ উপজলোর প্রকল্প বাস্তবায়ন র্কমর্কতা মো: শহদিুল্লাহ। র্কমশালা সঞ্চালনা করে উত্তরণ-এর জুরখি ক্লাইমটে রজেলিয়িন্সে প্রোগ্রামরে প্রকল্প সমন্বয়কারী মো. আরফিুর রহমান।  দাকোপরে তলডিাঙা ইউনয়িনরে গোবন্দিলাল মাধ্যমকি বদ্যিালয় কাম সাইক্লোন শল্টোর, কাঁকড়াবুনয়িা সরকারি প্রাথমকি বদ্যিালয় কাম সাইকøোন শল্টোর এবং আড়াখালি সরকারি প্রাথমকি বদ্যিালয় কাম সাইক্লোন শল্টোর এর ম্যানজেমন্টে কমটিরি সদস্য, সংশ্লষ্টি ইউপি সদস্য, সংরক্ষতি নারী সদস্যরা অংশগ্রহণ করনে। এই র্কমশালায় আরও উপস্থতি ছলিনে উত্তরণ- এর মুন্না ইসলাম, আরতি রানী পাল ও সাংবাদকি সকিান্দান আবু জাফর। 
র্কমশালায় সাইক্লোন শল্টোর ম্যানজেমন্টে কমটিরি চ্যালঞ্জে, সম্ভাবনা, কমটিরি দায়ত্বি র্কতব্য, কী কী প্রয়োজন এবং কমটিি শক্তশিালীকরণে নানান দকি-সহ মডলে সাইক্লোন শল্টোর নর্মিাণ বষিয়ে র্কমপরকিল্পনা করা হয়। 
প্রধান অতথিি বলনে, এই ধরনরে র্কমশালা উপকূলীয় অঞ্চলরে জন্য অত্যন্ত প্রয়োজন। আমাদরে এই এলাকায় সাইক্লোন শল্টোর ম্যানজেমন্টে কমটিকিে নয়িে কোনো প্রশক্ষিণ অনুষ্ঠতি হয় না। এটাই প্রথম আমাদরেকে নয়িে এই ধরনরে অনুষ্ঠান।   উত্তরণ ও প্র্যাকটক্যিাল এ্যাকশনকে এই ধরনরে র্কমশালা আয়োজন করার জন্য ধন্যবাদ জানাচ্ছ।ি
র্ঝণা রানী বলনে, উত্তরণকে ধন্যবাদ। আমরা সাইক্লোন ম্যানজেমন্টে কমটিরি সদস্য হলওে এর দায়ত্বি র্কতব্য সর্ম্পকে জানতাম না। আজ র্কমশালার মাধ্যমে জানতে পারলাম।
ইউপি সদস্য জগদশি চন্দ্র বলনে, প্রথমবাররে মতো সাইক্লোন শল্টোর ম্যানজেমন্টে কমটিরি র্কমশালায় আসতে পরেে ভালো লগেছে।ে এর পলসিি সর্ম্পকে জনেওে আনন্দতি । আমরা এসব জানতাম না। সরকাররে পাশাপাশি উত্তরণ এগয়িে এসছেে এটা উপকূলবাসীর জন্য সুসংবাদ।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ