বসুন্দিয়ায় জামায়াতে ইসলামীর ভ্যান শ্রমিক সমাবেশ


ওসমান গনি,জেলা প্রতিনিধি, যশোর:আজ ২৪/১০/২৫ইং: তারখে যশোরের ঐতিহ্যবাহী বসুন্দিয়া মোড় বানীয়ারগাতি মডেল দাখিল মাদরাসার হল রুমে ইউনিয়ন ব্যাপি ভ্যান শ্রমিকদের নিয়ে বিশাল এক সমাবেশ অনুষ্ঠিত হয়।উক্ত সমাবেশে প্রধান অতিথি উল্লেখ করেন, যেহেতু আল্লাহর নবীগণ ও তার সাহাবিদের মধ্যে অনেকেই ছিলেন এক একজন বিভিন্ন  শ্রমও পেশায় জড়িত ছিলেন, তারই ধারাবাহিকতায় জামায়াতে ইসলামী বাংলাদেশে শ্রমিকদের ন্যায্য শ্রমের মাধ্যমে জাতির ভাগ্যকে সু-প্রসন্ন করতে চান। এবং সেই সাথে দ্বিনকে প্রতিষ্ঠা করার লক্ষে শ্রমিকদের প্রতি যথার্থ গুরুত্ব আরোপ করেন,অধ্যাপক, গোলাম রসূল। এই নির্বাচনের মাধ্যমে জামায়াতে ইসলামী এদেশের শ্রমিকদের শ্রমের অধিকারকে ফিরিয়ে দিবেন বলেও উল্লেখ করেন তিনি। এবং অনুষ্ঠানের অন্যান্য,অতিথি বৃন্দ ইসলামের বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, যশোর ৮৮-৪ এর জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যাপক, গোলাম রসূল। বিশেষ অতিথি ছিলেন, আ:মালেক খান,সভাপতি, যশোর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন, বিশেষ অতিথি, মাও: সাইফুর রহমান সহ-সভাপতি সদর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন। উপস্থিত ছিলেন,মাও: রফিকুল ইসলাম খান,আমীর বসুন্দিয়া সদর, ইউনিয়ন।  অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মু: ইমতিয়াজ আহমেদ খান বসুন্দিয়া শ্রমিক কল্যাণ ফেডারেশন।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ