সাতক্ষীরায় লিডার্সের রিসোর্স পুল গঠন: সরকারি-বেসরকারি সমন্বয়ে কৃষিতে টেকসই উন্নয়নের নতুন দিগন্ত

প্রেস বিজ্ঞপ্তিঃ বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্স এর আয়োজনে এবং ক্লাইমেট একশন অ্যাট লোকাল লেভেল (CALL) প্রকল্পের সহযোগিতায় সাতক্ষীরায় উপজেলা পর্যায়ে রিসোর্স পুল গঠন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১২ অক্টোবর ২০২৫ সকাল ১১টায় সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরখামারবাড়ি মিলনায়তনে আয়োজিত  অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকল্পের সমন্বয়কারী জনাব ফজলুর রহমানঅনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক জনাব মোঃ সাইফুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান), উপ-পরিচালক (শস্য), উপ পরিচালক (প্ল্যান্ট প্রোটেকশন), বৈজ্ঞানিক কর্মকর্তা (এসআরডিআই), শ্যামনগর উপজেলা কৃষি অফিসারকালিগঞ্জ উপজেলা কৃষি অফিসারকৃষি সম্প্রসারণ অফিসার (কালিগঞ্জ), প্রাইভেট সেক্টর প্রতিনিধি লালতীরইস্পাহনীড্যামকৃষি  নিউট্রিশন অফিসার মোঃ বুলবুল হোসেনপ্রজেক্ট অফিসার মোছাঃ শাহিদা বানু  সুব্রত কুমার গাইনএবং মিল অফিসার হাসনা হেনাঅনুষ্ঠানে শ্যামনগর  কালিগঞ্জ উপজেলায় উপজেলা কৃষি কর্মকর্তার নেতৃত্বে দুটি উপজেলা রিসোর্স পুল গঠন করা হয়।  রিসোর্স পুলের মাধ্যমে সরকারিবেসরকারি  গবেষণা প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সমন্বয়  সহযোগিতা কাঠামো গড়ে তোলা হবে।(CALL) মানদণ্ড অনুযায়ীরিসোর্স পুলের সদস্য  কৃষকদের প্রশিক্ষিত করে নিরাপদমানসম্মত  রপ্তানিযোগ্য কৃষিপণ্য উৎপাদনে সক্ষম করা হবে। পাশাপাশি স্থানীয় কৃষি উদ্যোক্তাদের বাজারমুখীপরিবেশবান্ধব  টেকসই উৎপাদন ব্যবস্থার সঙ্গে যুক্ত করা হবে। মাটি পরীক্ষা করে সুপারিশ অনুযায়ী সার ব্যবহারের মাধ্যমে উৎপাদনশীলতা  পণ্যের গুণগত মান বৃদ্ধির উদ্যোগ নেওয়া হবে।অনুষ্ঠানে বক্তারা বলেনএই রিসোর্স পুল গঠনের মাধ্যমে শ্যামনগর  কালিগঞ্জ উপজেলার কৃষি খাত আরও মানসম্মতটেকসই  বাজারমুখী হয়ে উঠবে। সরকারি  বেসরকারি অংশীদারদের সমন্বিত উদ্যোগের ফলে সাতক্ষীরার কৃষিপণ্যের গুণগত মান  রপ্তানি সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।শেষে সভাপতির বক্তব্যে জনাব ফজলুর রহমান বলেন, "লিডার্স সব সময় স্থানীয় পর্যায়ে জলবায়ু সহনশীল  পরিবেশবান্ধব কৃষি উন্নয়নে কাজ করছে। রিসোর্স পুলের মাধ্যমে কৃষকসরকারি প্রতিষ্ঠান  বেসরকারি খাতের মধ্যে একযোগে কাজের সুযোগ তৈরি হবেযা টেকসই কৃষি উন্নয়নের পথে একটি বড় পদক্ষেপ।"


সংবাদটি শেয়ার করুন
এটিই সর্বশেষ সংবাদ
পরবর্তী সংবাদ