বসুন্দিয়ায় জামায়াতের আঞ্চলিক কর্মী সমাবেশে অধ্যাপক গোলাম রছুল


মোঃ  মুরাদ  হোসেন বসুন্দিয়া (যশোর) প্রতিনিধি
:যশোর সদরের সিঙ্গিয়া আদর্শ কলেজ মাঠে সোমবার ১০ নভেম্বর বিকাল তিনটায় জামায়াতে ইসলামীর আঞ্চলিক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে  বাঘারপাড়া, অভয়নগর ও বসুন্দিয়া নির্বাচনী এলাকা যশোর-৪ সংসদীয় আসনে বসুন্দিয়ার পুরুষ ও মহিলা কর্মীদের সমন্বয়ে এই আঞ্চলিক কর্মী সভা অনুষ্ঠিত হয়। সংস্কার, গণহত্যার বিচার সুষ্ঠু নির্বাচন হওয়া জরুরী উল্লেখ করে বক্তাগণ বলেন কোন কিছু শক্তির মহড়া, কেন্দ্রীয় দখলের নির্বাচন জনগণ মেনে নেবেনা। আগামীর বাংলাদেশে হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে সুশাসনের বাংলাদেশ। সংসদে আল্লাহর বিধানের বাস্তবায়ন ছাড়া এদেশে শান্তি এবং দেশের সমৃদ্ধি সম্ভব নয়, এই লক্ষ্যে সকল কর্মীদেরকে সোচ্চার ও সক্রিয়ভাবে কাজ করে যেতে হবে।

কর্মী সমাবেশ প্রধান অতিথি ছিলেন যশোর-৪ সংসদীয় আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত ও জামায়াতের যশোর জেলার আমীর অধ্যাপক গোলাম রছুল। বিশেষ অতিথি ছিলেন  যশোর সদর উপজেলা আমির অধ্যাপক মাওলানা আশরাফ আলী, সদর উপজেলা কর্ম পরিষদ সদস্য মোহাম্মদ সাইদুর রহমান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সদর থানার সহ সাধারণ সম্পাদক মাওলানা সাইফুর রহমান, সদর উপজেলা ওলামা বিভাগের সভাপতি অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম, বসুন্দিয়া ইউনিয়ন পরিষদের প্রাক্তন চেয়ারম্যান খন্দকার দাউদ ইকবাল, আলহাজ্ব আবু বক্কর খান। বসুন্দিয়া ইউনিয়ন জামায়াতের সহ সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাওলানা তৌহিদুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন বসুন্দিয়া মোড় বাজার কমিটির সভাপতি মোঃ ইউসুফ আলী বিশ্বাস, বসুন্দিয়া ইউনিয়ন ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা সাইফুল ইসলাম,   ১নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মোঃ কামরুজ্জামান, কর্মপরিষ সদস্য মোঃ ইউসুফ আলী, ৬ নম্বর ওয়ার্ডের সভাপতি মোঃ নুরুন্নবী,  কর্মীসভায় সভাপতিত্ব করেন বসুন্দিয়া ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা রফিকুল ইসলাম খান।


সংবাদটি শেয়ার করুন
এটিই সর্বশেষ সংবাদ
পরবর্তী সংবাদ