নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত সাবেক এমপি বাশার আকন্দ


গোলাম মোস্তফা ফুলপুর ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহ ফুলপুরে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন ময়মনসিংহ-২ ফুলপুর-তারাকান্দা আসনের  মনোনয়ন বঞ্চিত কৃষক দলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আবুল বাশার আকন্দ শনিবার বিকালে ফুলপুর উপজেলা পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশে নেতাকর্মীদের উদ্দেশ্য বক্তব্য রাখতে গিয়ে আবুল বাশার আকন্দ বলেন,দল আমাকে মনোনয়ন না দিলেও আপনারা যারা বিএনপি করেন,শহীদ জিয়ার আদর্শ লালন করেন তারা নানা কর্মসূচির মাধ্যমে আমাকে দল থেকে মনোনয়ন দেওয়ার জন্য দলের শীর্ষ নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করেন।আমি আপনাদের ভালোবাসায় সিক্ত।

বাশার আকন্দ আরও বলেন,এই সিট বিএনপি পেতে চাইলে মনোনয়ন রিভিউ করার বিকল্প নেই এবং নেতাকর্মীদের উদ্দেশে বলেন মনোনয়ন চুড়ান্ত নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা ঐক্যবদ্ধ ভাবে মাঠে থাকবো,এর আগে আবুল বাশার আকন্দের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে বিএনপি,ও কৃষকদলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। সমাবেশে উপজেলা কৃষকদলের সভাপতি শফিকুল ইসলাম শফিক, সাধারণ সম্পাদক মোঃ খলিলুর রহমান তালুকদার,উপজেলা বিএনপির সাবেক সমাজকল্যাণ সম্পাদক দেলোয়ার আহামেদ পৌর কৃষকদলের সভাপতি আবদুল্লাহ আল ইল্লাল,ও সাধারণ সম্পাদক আবুল হাসান মানিক বক্তব্য রাখেন।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ