News

কেন বাড়ছে তালাক,গবেষণায় চমকপ্রদ তথ্য


মোঃ ফিরোজ আহমেদ
রাজশাহী ব্যুরো



বাংলাদেশে দিন দিন বাড়ছে তালাকের হার। ৯ মাসের এক গবেষণায় দেশের বিভিন্ন অঞ্চলের ২৪৫ জন তালাকপ্রাপ্ত নারী ও পুরুষের সাক্ষাৎকারে দেখা গেছে ৭২% তালাকের কারণ ভুল বোঝাবুঝি,অহংকার ও পারস্পরিক অসম্মান, আর ১৮% ক্ষেত্রে পরকীয়া দায়ী।

গবেষণায় আরও জানা গেছে, ৭৮% ক্ষেত্রে নারীরা এবং ২২% ক্ষেত্রে পুরুষ দায়ী।তালাকের পর ৯২% নারী-পুরুষই অনুতপ্ত, তাদের বেশিরভাগই বলেছেন— "সিদ্ধান্তটা ভুল ছিল।"

তালাকপ্রাপ্ত নারীদের ৮৯% দ্বিতীয়বার বিয়ে করতে পারছেন না,অন্যদিকে ৮৫% পুরুষ পুনর্বিবাহ করে সংসার করছেন। আশ্চর্যের বিষয়—যারা বিধবা নারীকে বিয়ে করেছেন, তাদের ৯৩% পুরুষই সুখী সংসার করছেন।

তালাক শুধু দুইজন মানুষের সম্পর্ক নয়—এটি ভেঙে দেয় পরিবারের শান্তি ও সমাজের ভারসাম্য।

সংবাদটি শেয়ার করুন
এটিই সর্বশেষ সংবাদ
পরবর্তী সংবাদ