প্রেসক্লাব বসুন্দিয়ার সাংবাদিকদের সাথে শিক্ষক নেতৃবৃন্দের মাদকবিরোধী মতবিনিময় সভা

 

মোঃ মুরাদ হোসেন , বসুন্দিয়া (যশোর) প্রতিনিধি: যশোর সদরের প্রেসক্লাব বসুন্দিয়ার সভাকক্ষে রবিবার (২৮ ডিসেম্বর) বিকাল ৪টায় সাংবাদিকদের সাথে 'মাদকদ্রব্য ও মাদক ব্যবসায়ীদের রুখতে করণীয়' বিষয়ে মতবিনিময় করেন বসুন্দিয়া টিচার্স এ্যাসোসিয়েশনের শিক্ষক নেতৃবৃন্দ। বসুন্দিয়াকে মাদকের ভয়াবহ আগ্রাসন থেকে বাঁচাতে, হাতের কাছেই সুলভ মূল্যে মাদকদ্রব্যের প্রাপ্তি ও প্রশাসনের নিষ্ক্রিয় ভূমিকার কারণে অভিভাবক এবং সচেতন মহল চরম হতাশা উৎকণ্ঠায় দিন যাপন করছেন। মতবিনিময় সভায় শিক্ষক নেতৃবৃন্দ বলেন মাদকদ্রব্যের ব্যবহার শূন্যের কোঠায় নামাতে না পারলে তা গোটা জাতির জন্য হবে চরম পরাজয়ের। যেকোনো মূল্যে মাদকের আগ্রাসন ও ধ্বংসযজ্ঞ থেকে তরুন ও যুব সমাজকে বাঁচাতে সমাজের সর্বস্তর থেকে সোচ্চার ভূমিকা পালন করতে হবে বলে মতামত ব্যক্ত করেন শিক্ষক নেতৃবৃন্দ।

প্রেসক্লাব বসুন্দিয়ার সভাপতি আবু তাহের এর সভাপতিত্বে মতবিনিময় সভায় শিক্ষকবৃন্দের পক্ষে প্রতিনিধিত্ব করেন বসুন্দিয়া টিচার্স এ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ রফিকুল ইসলাম খান। প্রেসক্লাব বসুন্দিয়ার সাধারণ সম্পাদক আবু বকর এর সঞ্চালনায় মতবিনিময় সভায় মতামত ব্যক্ত করেন টিচার্স এ্যাসোসিয়েশনের সহ-সভাপতি মোঃ হায়দার আলী খান,সাধারণ সম্পাদক মুহাঃ আক্তারুল আলম, কোষাধ্যক্ষ প্রভাষক মোঃ নাজিম উদ্দিন,  নির্বাহী সদস্য হাফেজ মোঃ শাহ আলম, আমিরুল ইসলাম, মাওলানা রবিউল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মিজানুর রহমান লিটন, প্রেসক্লাব বসুন্দিয়ার সাংগঠনিক সম্পাদক ওসমান গনি, দপ্তর সম্পাদক অমল কৃষ্ণ পালিত, কোষাধ্যক্ষ হুমায়ুন কবির, আইন বিষয়ক সম্পাদক মোঃ মুরাদ হোসেন, প্রচার সম্পাদক ইমদাদুল হক, ক্রীড়া সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রায়হান পারভেজ, সদস্য মমিনুর রহমান, সৈয়দ মাসুম বিল্লাহ, মোঃ বিল্লাল হোসেন।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ