ভোলা ০২ আসনে জামায়াতে ইসলামীর মনোনয়ন ফরম জমা

মোহাম্মদ দিদার,  ভোলা প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-২ (দৌলতখান–বোরহানউদ্দিন) সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মুফতি ফজলুল করিম মনোনয়নপত্র জমা দিয়েছেন।সোমবার (২৯ ডিসেম্বর) বিকাল ৫টার দিকে ভোলা জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ডা. শামীম রহমানের কাছে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন।এ সময় উপস্থিত ছিলেন, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি কাজী মাওলানা হারুন অর রশিদ, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট পারভেজ হোসেন, জেলা জামায়াতের শূরা সদস্য মাওলানা ওলিউল্লাহ কবির, ভোলা পৌর জামায়াতের আমির মো. জামাল উদ্দিন, বোরহানউদ্দিন উপজেলা আমির মাওলানা মাকসুদুর রহমান এবং দৌলতখান উপজেলা আমির হাসান তারেক হাওলাদারসহ অন্যান্য নেতৃবৃন্দ।মনোনয়নপত্র জমাদানকালে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ