প্রেসবিজ্ঞপ্তিঃ আজ ৩ ডিসেম্বর ২০২৫, প্রিন্স কমিউনিটি সেন্টার, সাতক্ষীরা মিলনায়তনে সকাল ১০:৩০টায় জলবায়ু অধিপরামর্শ ফোরাম, সাতক্ষীরা জেলা শাখা ও নাগরিক কমিটি সাতক্ষীরার আয়োজনে এবং লিডার্স (লোকাল এনভায়রনমেন্ট ডেভেলপমেন্ট অ্যান্ড এগ্রিকালচারাল রিসার্চ সোসাইটি) এর সহযোগিতায় “আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উপকূলের মানুষের সংকট নিরসনের সুনির্দিষ্ট প্রতিশ্রুতি নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্তির লক্ষ্যে নাগরিক সংলাপ” অনুষ্ঠিত হয়। সংলাপের মূল উদ্দেশ্য ছিল উপকূলীয় অঞ্চলের জলবায়ুজনিত সংকট, বাস্তুচ্যুতি, লবণাক্ততা, পানি সংকট, জীবিকা হুমকি এবং অবকাঠামোগত দুর্বলতা বিষয়ে আগামী জাতীয় নির্বাচনে রাজনৈতিক দলগুলোর সুস্পষ্ট ও কার্যকর প্রতিশ্রুতি নিশ্চিত করা সংলাপটি সভাপতিত্ব করেন, জনাব অধ্যক্ষ মোঃ আবদুল হামিদ, সভাপতি , জলবায়ু অধিপরামর্শ ফোরাম, সাতক্ষীরা জেলা শাখা; সঞ্চালনা করেন জনাব অধ্যক্ষ আশেক এলাহী (পরিবেশকর্মী ও শিক্ষক) স্বাগত বক্তব্য প্রদান করেন জনাব মোহন কুমার মন্ডল, প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক, লিডার্স। কী নোট উপস্থাপন করেন শাকিল আহমেদ, ন্যাশনাল অ্যাডভোকেসি কো অর্ডিনেটর, লিডার্স সংলাপে উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপকূলের মানুষের দীর্ঘদিনের জলবায়ু সংকটকে অগ্রাধিকার দিয়ে ভবিষ্যৎ নির্বাচনী ইশতেহারে বাস্তবসম্মত ও জরুরি সমাধানের অঙ্গীকার করার প্রত্যয় ব্যক্ত করেন। সংলাপে বক্তব্য রাখেন, জনাব,আবু জাহিদ ডাবলু , সদস্য সচিব বি এন পি , সাতক্ষীরা জেলা , জনাব উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, সাতক্ষীরা জেলা আমির, বাংলাদেশ জামায়েতে ইসলাম, জনাব, ইদ্রিস আলি,সভাপতি, জাসদ, সাতক্ষীরা, জনাব আবু তালেব , সংগঠক বাসদ , সাতক্ষীরা জেল্,া কমরেড আবুল হোসেন, সভাপতি,সিপিবি, সাতক্ষীরা জেলা, জনাব আলি নুর খান বাবুল, গন ফোরাম , সাতক্ষীরা জেলা , জি এম , আলফাত হোসেন, সংগঠক, গনসংহতি আন্দোলন, কাজী মো: ওয়েস কুরানী, সহসভাপতি,ইসলামী আন্দোলন বাংলাদেশ, সাতক্ষীরা জেলা, ফরিদা আক্তার বিউটি, অর্থ সচিব জলবায়ু অধিপরামর্শ ফোরাম, সাতক্ষীরা,আমিনা বিলকিস ময়না সদস্য,জলবায়ু অধিপরামর্শ ফোরাম, সাতক্ষীরা এ ছাড়াও সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলার সিনিয়র সাংবাদিক এটিএন বাংলার সাতক্ষীরা জেলা প্রতিনিধি এম কামরুজ্জামান, প্রথম আলো পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি কল্যাণ ব্যানার্জি প্রমূখ।
এই ক্যাটাগরির আরো সংবাদ
- সরাসরি মন্তব্য
- ফেইসবুকে মন্তব্য
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
