মানিকগঞ্জে জামায়াতে ইসলামী’র উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত


আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টঃ
মানিকগঞ্জ সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত ফ্রি মেডিক্যাল ক্যাম্পে শতাধিক রোগীর বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। ইউনিয়ন অফিস প্রাঙ্গণে অনুষ্ঠিত এ ক্যাম্পে দৃষ্টি আই হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসক দল সেবা প্রদান করেন।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ৯টায় ক্যাম্পের উদ্বোধন করেন মানিকগঞ্জ-৩ আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী অধ্যক্ষ মাওলানা দেলওয়ার হোসাইন। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “জামায়াতে ইসলামী সর্বদা মানুষের কল্যাণে কাজ করে। মানুষের সুখ-দুঃখে পাশে থাকাই আমাদের দায়িত্ব। একজন অসুস্থ মানুষকে সাহায্য করলে ফেরেশতারা দোয়া করে—তাই সবাই চিকিৎসা নিন, সুস্থ থাকুন।”অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মানিকগঞ্জ সদর থানা আমির মাওলানা ফজলুল হক ও ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ। শেষে সবার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া পরিচালনা করা হয়।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ