আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টঃ মানিকগঞ্জ সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত ফ্রি মেডিক্যাল ক্যাম্পে শতাধিক রোগীর বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। ইউনিয়ন অফিস প্রাঙ্গণে অনুষ্ঠিত এ ক্যাম্পে দৃষ্টি আই হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসক দল সেবা প্রদান করেন।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ৯টায় ক্যাম্পের উদ্বোধন করেন মানিকগঞ্জ-৩ আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী অধ্যক্ষ মাওলানা দেলওয়ার হোসাইন। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “জামায়াতে ইসলামী সর্বদা মানুষের কল্যাণে কাজ করে। মানুষের সুখ-দুঃখে পাশে থাকাই আমাদের দায়িত্ব। একজন অসুস্থ মানুষকে সাহায্য করলে ফেরেশতারা দোয়া করে—তাই সবাই চিকিৎসা নিন, সুস্থ থাকুন।”অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মানিকগঞ্জ সদর থানা আমির মাওলানা ফজলুল হক ও ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ। শেষে সবার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া পরিচালনা করা হয়।
