কেশবপুরে যৌথ বাহিনীর অভিযানে আটক ৪ জনের মধ্যে এক যুবদল নেতার মৃত্যু


কেশবপুর (যশোর) সংবাদদাতা
: যশোরের কেশবপুরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বিএনপির অঙ্গসংগঠনের আটক ৪ নেতাকর্মীর মধ্যে পৌরসভার সাবেক কাউন্সিলর আফজাল হোসেন বাবুর ভাই অজিয়ার রহমান উজ্জ্বল বিশ্বাস (৩৯) কারাগারে নেয়ার পর তাঁর মৃত্যু হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১০ টায় মুমূর্ষূ অবস্থায় তাকে যশোর কেন্দ্রীয় কারাগারে নেয়া হয়। রাত ১টার দিকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শনিবরা রাতে তাঁর মরদেহ পৌর শহরের আলতাপোল এলাকার বাড়িতে পৌঁছলে স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। তাঁর নামে থানায় ১০টি মামলা রয়েছে বলে জানিয়েছেন, কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন। জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত ১টায় সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে অজিয়ার রহমান উজ্জ্বল সহ চারজনকে গ্রেপ্তার করে। অন্যরা হলো ভোগতী এলাকার পলাশ (৩৫), আলমগীর হোসেন (৪০) ও মূলগ্রামের রাসেল (২৩)। তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র ও মাদাক উদ্ধার করা হয় বলে পুলিশ জানান।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ