মোল্লা আব্দুস সাত্তার কেশবপুর (যশোর) আসন্ন বোরো মওসুমে বোরো আবাদের লক্ষ্যে বিলের পানি নিষ্কাশনে সেচ প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। গত বুধবার সন্ধ্যায় কেশবপুর উপজেলার পাঁজিয়া ইউনিয়নের পাথরা গেট এলাকায় এলক্ষ্যে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে পাথরা সেচ প্রকল্প কমিটি গঠন শেষে ৬০ বিলের পানি নিষ্কাশনে একযোগে ১০টি বিদ্যুৎ চালিত সেচ পাম্পের সুইচ টিপে এ প্রকল্পের উদ্বাধন করেন প্রকল্পের আহবায়ক লিটন হোসেন।
জানা গেছে, আপারভদ্রা নদী ও পাথরা খালের নাব্যতা না থাকায় প্রতিবছর পাথরা গেট এলাকায় সেচ দিয়ে বিলের পানি নিষ্কাশন করে কৃষকরা বছরের একমাত্র ফসল বোরো ধান আবাদ করে থাকেন। ঘের মালিক ও কৃষকদের অর্থায়নে লাখ লাখ টাকা ব্যায়ে প্রতিবছর ৬০টি জলাবদ্ধ বিলের ৩৭শ বিঘা জমির পানি নিষ্কাশন করে বোরা আবাদ করেন। এলক্ষ্যে গত বুধবার বিকেলে পাথরা গেট এলাকায় বোরো আবাদের লক্ষ্যে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। মঙ্গলকোট ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তাক আহমেদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন মহিরউদ্দীন
বিশ্বাষ, লিটন হোসেন, শাহাদাৎ হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। সমাবেশ থেকে লিটন হোসেনকে আহবায়ক, মেজবাহউদ্দীন মিল্টনকে ক্যাশিয়ার, রজব আলী, শাহাদৎ হোসেন ও মাহামুদ হাসানকে সদস্য করে একটি সেচ বাস্তবায়ন কমিটি গঠন করা হয়।