জুলাই যোদ্ধা ও পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়কসহ চারজন আটক


কেশবপুর (যশোর) সংবাদদাতা
:-কেশবপুর উপজেলায় যৌথ বাহিনীর পৃথক অভিযানে বিদেশি পিস্তল,গুলি,দেশিয় অস্ত্র, মাদক সহ বিভিন্ন অপরাধের কাজে ব্যবহৃত সরঞ্জামসহ পৌর যুবদলের দু জন যুগ্ন আহবায়ক, জুলাই যোদ্ধা পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সহ চারজন কে গ্রেফতার করেছে যৌথবাহীনি। ৫ নভেম্বর ভোররাতে উপজেলার আলতাপোল ও ভোগতি গ্রামে গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয় বলে যৌথবাহীনি সূত্রে জানা গেছে।আটককৃতরা হলেন উপজেলার ভোগতি গ্রামের আব্দুল আজিজের ছেলে কেশবপুর পৌর যুবদলের সাবেক যুগ্ন আহবায়ক আলমগীর হোসেন আলম (৪০) ,তার ছোট ভাই জুলাই যোদ্ধা এবং কেশবপুর পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহাঙ্গীর হোসেন পলাশ (৩৭), কেশবপুর পৌর যুবদলের যুগ্ন আহবায়ক উপজেলার আলতাপোল গ্রামের নজির বিশ্বাসের ছেলে ওলিয়ার রহমান ওরফে উজ্জল (৩৮) ও মূল গ্রামের মফিজুর রহমানের ছেলে রাসেল হোসেন(২২)।কেশবপুর থানা পুলিশ জানায়, ভোরে ভোগতি গ্রামের আলমগীর, জাহাঙ্গীর হোসেন পলাশ, মূলগ্রামের রাসেল এবং আলতাপোল গ্রামের উজ্জল এর বাড়িতে তল্লাশি চালানো হয়। এসময় তাদের কাছ থেকে একটি মার্কিন তৈরি বিদেশি পিস্তল, ৫রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন, দেশিয় দা, রামদা,খুর, চায়নিজ কুরাল, চা পাতিসহ ২০টির বেশি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। এ ছাড়া পাওয়া যায় দুটি ইলেকট্রিক শক মেশিন, টাকা গোনার মেশিন, চারটি অ্যান্ড্রয়েড ফোন, চারটি বাটন ফোন, খালি মদের বোতল,গাঁজা সেবনের সরঞ্জাম, ৩০পিস ইয়াবা ও ১কেজি গাঁজা। কেশবপুর থানর ডিউটি অফিসার জানিয়েছেন উদ্ধারকৃত অস্ত্র ও মাদকদ্রব্য শুক্রবার কেশবপুর থানায় জমা দিয়েছে যৌথবাহিনী। 

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ