News

৩৭ ঘণ্টার সম্মুখযুদ্ধের স্মরণে আজ রাণীনগর হানাদার মুক্ত দিবস

মোঃ ফিরোজ আহমেদ
রাজশাহী ব্যুরো

১৯৭১ সালের ১০ ডিসেম্বর তুমুল ৩৭ ঘণ্টার সম্মুখযুদ্ধের মাধ্যমে নওগাঁর রাণীনগর উপজেলা হানাদারমুক্ত হয়। স্থানীয় মুক্তিযোদ্ধাদের নেতৃত্বে পাক হানাদার বাহিনীর ক্যাম্প ঘেরাও করে চালানো আক্রমণে তারা পিছু হটে পালিয়ে যায়। এ যুদ্ধে রাজাকার-আলবদর বাহিনীর ৪০ জন অস্ত্রসহ আত্মসমর্পণ করে।

মুক্তিযোদ্ধা আরিফুজ্জামান খান জানান, স্থানীয় মুক্তিযোদ্ধাদের পাশাপাশি বিভিন্ন জায়গা থেকে আসা গ্রুপও যুদ্ধে অংশ নেয়। একই সংঘর্ষে রাণীনগর পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী লুৎফর রহমান শহীদ হন। দিনটি স্মরণে আজ রাণীনগরে যথাযোগ্য মর্যাদায় হানাদার মুক্ত দিবস পালন করা হচ্ছে।



সংবাদটি শেয়ার করুন
এটিই সর্বশেষ সংবাদ
পরবর্তী সংবাদ