নওগাঁয় ডিলার ও মিলার নিবন্ধন কর্মশালা ২০২৫ অনুষ্ঠিত
মোঃ ফিরোজ আহমেদ
রাজশাহী ব্যুরো
নওগাঁয় সফলভাবে অনুষ্ঠিত হলো "ডিলার ও মিলার নিবন্ধন কর্মশালা–২০২৫"। জেলার বিভিন্ন উপজেলায় কর্মরত ডিলার ও মিলারদের নিবন্ধন প্রক্রিয়া, নিয়ম-কানুন এবং প্রযুক্তিগত কার্যক্রম সম্পর্কে সচেতন করার লক্ষ্যে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ ফরহাদ খন্দকার। তিনি বলেন, সঠিক নিবন্ধন ও স্বচ্ছ কার্যক্রম নিশ্চিত করতে নিয়মিত প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। অংশগ্রহণকারীরা যাতে আধুনিক প্রক্রিয়া সম্পর্কে আরও দক্ষতা অর্জন করতে পারেন, সে লক্ষ্যেই এ উদ্যোগ।
টেকনিক্যাল সেশন পরিচালনা করেন বেক্সিমকো গ্রুপের বিশেষজ্ঞরা। তারা নিবন্ধন পদ্ধতি, ডেটা ব্যবস্থাপনা, প্রযুক্তি ব্যবহারের নিয়ম এবং ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে বিস্তারিত ধারণা দেন।
কর্মশালায় নওগাঁ জেলার প্রতিটি উপজেলা থেকে নির্বাচিত ৫০ জন ডিলার ও মিলার অংশগ্রহণ করেন। উপস্থিত সদস্যরা জানান, এ ধরনের কর্মশালা তাদের বাস্তব কাজের অভিজ্ঞতা সমৃদ্ধ করতে ভূমিকা রাখবে।
আয়োজক প্রতিষ্ঠান আরও জানায়, ভবিষ্যতে ডিলার ও মিলারদের দক্ষতা বৃদ্ধি এবং পরিষেবা উন্নয়নে নিয়মিতভাবে এ ধরনের কর্মশালা আয়োজন করা হবে।