অ্যাওয়ার্ড লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
অ্যাওয়ার্ড লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

ডি-৮ এর সভাপতি হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ডি-৮ এর সভাপতি হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ উন্নয়নশীল দেশগুলোর জোট ডি-৮-এর দশম শীর্ষ সম্মেলনে সংস্থার সভাপতির দায়িত্ব গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী দুই বছর তিনি এ পদে দায়িত্ব পালন করবেন।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) জোটের বৈঠকে তুরস্কের প্রেসিডেন্ট ও সংস্থার বর্তমান সভাপতি রিসেপ তাইয়্যিপ এরদোয়ানের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডি-৮-এর দশম শীর্ষ সম্মেলনের শুরুতে তুরস্কের প্রেসিডেন্ট উদ্বোধনী ভাষণের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে সভাপতিত্বের দায়িত্ব তুলে দেন।

শীর্ষ সম্মেলনে ভাষণ দেয়ার সময় প্রধানমন্ত্রী  বলেন, ডি-৮-এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে এই সংগঠনের জন্য তার সবসময়ই একটি বিশেষ দুর্বলতা রয়েছে। ১৯৯৭ সালে ডি-৮ প্রতিষ্ঠার সময় তিনি প্রধানমন্ত্রী হিসেবে ইস্তাম্বুলে প্রথম শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছিলেন। ১৯৯৯ সালে ঢাকায় দ্বিতীয় ডি-৮ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার সময়ও শেখ হাসিনা সভাপতিত্ব করেছিলেন।

উন্নয়নশীল-৮ নামে পরিচিত ডি-৮ অর্থনৈতিক সহযোগিতার জন্য আটটি উন্নয়নশীল মুসলিম-প্রধান দেশ- বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান ও তুরস্কের সমন্বয়ে গঠিত হয়।ডি-৮-এর সব রাষ্ট্র ও সরকারপ্রধান, পররাষ্ট্রমন্ত্রীরা, ডি-৮ মহাসচিব প্রতিনিধিরা ভার্চুয়ালি এই সম্মেলনে যোগ দেন।

জাপানে সিলভার অ্যাওয়ার্ড জিতলো বগুড়ার সুহৃদ মুমু

জাপানে সিলভার অ্যাওয়ার্ড জিতলো বগুড়ার সুহৃদ মুমু


মোঃ সবুজ মিয়া বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার উপশহরের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী ও সমকাল সুহৃদ সদস্য জে. মুমু সম্প্রতি জাপানে অনুষ্ঠিত থার্ড মেহুডো ইন্টারন্যাশনাল ইয়ুথ ভিজ্যুয়াল মিডিয়া ফেস্টিভ্যালে পুরস্কার জিতেছেন। মুমুর আলোকচিত্রটির নাম ছিল 'শতবর্ষী আনন্দ'। আলোকচিত্রী জে. মুমু বগুড়া সরকারী আজিজুল হক কলেজ থেকে চলতি বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন।

জে. মুমু জানান, তার বাবা একজন ব্যবসায়ি। মা শিক্ষক। তিন ভাই বোনের মধ্যে তিনি দ্বিতীয়। ঈদের ছুটি ও করোনায় লকডাউনের মধ্যে তিনি গ্রামের বাড়ি বেড়াতে যান। ছবিটি মুঠোফোনে ধারণ করেছিলেন। ছবির চরিত্র গাইবান্ধা জেলার জুমারবাড়ি এলাকার প্রায় শতবর্ষী এক দরিদ্র নারী। দারিদ্রতার কষাঘাতে জরাজীর্ণ হয়েও তিনি করোনাময় পৃথিবীতে বেঁচে থাকতে চান। জীবনের শেষ প্রান্তে এসে বেঁচে থাকার আকাঙ্খা ও আনন্দকে ছবিটিতে ধারণ করতে চেয়েছিল শখের বসে। পরে এই শখের ছবিটিই বাংলাদেশের জন্য এতোবড় সম্মান বয়ে আনবে তা কখনো ভাবিনি'

সম্প্রতি জাপানে অনুষ্ঠিত তিনদিনব্যাপী থার্ড মেহুডো ইন্টারন্যাশনাল ইয়ুথ ভিজ্যুয়াল মিডিয়া ফেস্টিভ্যালে বেস্ট ফটোগ্রাফি বিভাগে পুরস্কার জিতেছে জে. মুমুর 'শতবর্ষী আনন্দ'। এজন্য মুমুকে প্রতিদ্বন্দ্বিতা করতে হয়েছে উৎসবে অংশ নেয়া ৭০টি দেশের ৭১১ জন প্রতিযোগির সাথে।

উৎসব কর্তৃপক্ষের ওয়েব সাইটে প্রদত্ত তথ্যে জানা গেছে, গত ১৪ ডিসেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত জাপানের কিউশু ইন্টারন্যাশনাল এক্সিবিশন স্কয়ারে উৎসবটি অনুষ্ঠিত হয়। অতিমারির কারণে সকল অংশগ্রহণকারী এবং অতিথিদের অনুপস্থিতির জন্য ৭ জানুয়ারি ভার্চুয়াল অ্যাওয়ার্ড সিরোমনি অনুষ্ঠিত হয়।
ইতোপূর্বে ছবিটি রোমানিয়ার স্যাপিক্সেল ইন্টারন্যাশনাল ফটো কনটেস্ট ২০২০ এবং যুক্তরাজ্যের হান্টিংটন বিচ কালচারাল সিনেমা শোকেস এর ফটোগ্রাফি বিভাগে প্রতিযোগিতার জন্য চুড়ান্ত মনোনয়ন পেয়েছে।

স্বর্ণজয়ী শুটার শারমিন আক্তার হলেন জেকেএফ এর এম্বাস্যাডর ও সমন্বয়ক

স্বর্ণজয়ী শুটার শারমিন আক্তার হলেন জেকেএফ এর এম্বাস্যাডর ও সমন্বয়ক

ডা.এম.এ.মান্নান,টাংগাইল জেলা প্রতিনিধি:
সরাইল উপজেলার গৌরবময় সংগঠন "যুব খান ফাউন্ডেশন (জেকেএফ)" এর এম্বাস্যাডর ও সমন্বয়ক হলেন দেশের সনামধন্য, 
সাফ স্বর্ণজয়ী শুটার শারমিন আক্তার রত্না যিনি যিনি বর্তমানে বাংলাদেশ সুটিং ফেডারেশন এর উপ -কমিটিতে কাজ করছেন সুনামের সাথে।
এম্বাস্যাডর ও সমন্বয়ক হওয়ার ব্যাপারে সাফ স্বর্ণজয়ী শুটার শারমিন আক্তার রত্নাকে "জেকেএফ"  নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলে আমি ব্যাক্তিগত ভাবে "যুব খান ফাউন্ডেশন (জেকেএফ) এর কার্যক্রম ২০১৭ সাল থেকে দেখে আসতেছি।
"জেকেএফ" এর কাজগুলো অত্যান্ত সুন্দর ও আমার কাছে মনে হয় একটু ডিফারেন্ট তাই এ সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও পরিচালক মোঃ রাইসুল ইসমাইল খান  যখন আমাকে এম্বাস্যাডর ও সমন্বয়ক হওয়ার প্রস্তাবটি দেয় তখন আমি রাজি হয়ে যায় ও  পাশাপাশি "জেকেএফ" এর সফলতার জন্য মেধা, শ্রম, মনন খরচ করে গরীব অসহায়দের পাশে থেকে বিভিন্ন ধরনের সামাজিক কাজ করতে পারি সে জন্য সবার কাছে দোয়া চায়। 
প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও পরিচালক মোঃ রাইসুল ইসমাইল খান এর কাছে জানতে চাইলে ওনি বলেন 
সাফ স্বর্ণজয়ী শুটার শারমিন আক্তার রত্না একজন উদার মনের মানুষ, পরোপকারী মানুষ, যিনি ডাক্তারী পেশার পাশাপাশি সমাজের বিভিন্ন সামাজিক কাজ করে যাচ্ছেন প্রতিনিয়ত।
তাই "যুব খান ফাউন্ডেশন (জেকেএফ)"  এর কার্যনিবাহী কমিটির সিদ্ধান্তক্রমে ওনাকে এম্বাস্যাডর ও সমন্বয়ক বানানোর সিদ্ধান্ত গৃহীত হয় এবং সাফ স্বর্ণজয়ী শুটার শারমিন আক্তার রত্না তা সাধরে সম্মমতি জ্ঞাপন করেন।

প্রধান সমন্বয়ক ডাঃ আয়েশা রাইসুল স্বর্ণজয়ী শুটার শারমিন আক্তার রত্নাকে অভিনন্দন জানায় "জেকেএফ" পরিবারের পক্ষথেকে। পাশাপাশি ওনি আশা করেন "জেকেএফ" এর পাশে ই সবসময় থাকবেন। সব সময় ভাল পরামর্শ দিয়ে সংগঠনকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবেন এবং এতিম অসহায়দের পাশে দাঁড়াবেন।

চীনে বাংলাদেশি চিকিৎসকের বেল্ট এন্ড রোড ফ্রেন্ডশিপ অ্যাওয়ার্ড অর্জন

চীনে বাংলাদেশি চিকিৎসকের বেল্ট এন্ড রোড ফ্রেন্ডশিপ অ্যাওয়ার্ড অর্জন

প্রথম কোনো বাংলাদেশি হিসেবে 'বেল্ট এন্ড রোড ফ্রেন্ডশিপ অ্যাওয়ার্ড' পেলেন বাংলাদেশি চিকিৎসক মিসবাউল ফেরদৌস। ডাঃ মিসবাউল ফেরদৌস চীনের শ্যানডং বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন। আত্মমানবতার সেবায় বিরল এক দৃষ্টান্ত স্থাপন করেছেন বাংলাদেশি এই চিকিৎসক। সেই সাথে তিনি পেয়েছেন আন্তর্জাতিক মানের স্বীকৃতিও। ডাঃ মিসবাউল বাংলাদেশের চট্টগ্রামের সন্তান


করোনা প্রাদুর্ভাবের সময়ে চীনের পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ায় সম্মানসূচক এ পুরষ্কার প্রদান করা হয় ডাঃ মিসবাউল ফেরদৌসকে। গত শুক্রবার ১৮.১২.২০২০ তারিখের সন্ধ্যায় জাতীয় সম্মেলন কেন্দ্র বেইজিং-এ 'চায়না কার্ডিওভাস্কুলার হেলথ ২০২০' শীর্ষক সম্বেলনে তার হাতে তুলে দেয়া হয় এ পুরষ্কার।

বছরের শুরুর দিকে করোনা মহামারী চীনে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ায়, পুরো চীন জুড়ে মেডিকেল সরঞ্জামাদি সংকট দেখা দেয়। এসময় সৌদি আরবে 'আইএমসি লাইভ-৮' সম্মেলনে ছিলেন বেইজিংয়ের ফুওয়াই হাসপাতালে কর্মরত বাংলাদেশি চিকিৎসক ডাঃ মিসবাউল ফেরদৌস। ডাঃ মিসবাউল ওইসময় নিজস্ব অর্থায়নে সৌদি আরবের প্রায় ১৪ টি মেডিকেল স্টোর থেকে মাস্ক সংগ্রহ করে বেইজিং এ ফিরে আসেন। এগুলো তিনি চীনের বেইজিং, শ্যানডং, ছংছিং, কুনমিং, নিংশিয়া, সিচুয়ান ও আনহুই প্রদেশে বিতরণ করেছিলেন। এরপরে তিনি পর্যায়ক্রমে ইন্দোনেশিয়া, থাইল্যান্ড ও বাংলাদেশ থেকে আরো ৩২ হাজার মাস্ক সরবারহ করে চীনের উহান, সাংহাই, শেনচেন ও ছংছিং প্রদেশে বিতরণ করেন।


এছাড়াও তিনি বাংলাদেশে করোনাভাইরাস মোকাবিলায় হাসপাতালগুলোর জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিকভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। দেশের সংকটকালীন মুহূর্তে চীনের প্রথম সারির তিনটি সংগঠন ও কয়েকজন চীনা ডাক্তারের সহযোগিতায় সুরক্ষা স্যুট, চশমা, ফেস-শিল্ড, সার্জিক্যাল মাস্ক ও এন-৯৪ মাস্ক চীন থেকে পাঠিয়েছিলেন ডাঃ মিসবাউল। যেগুলো ডাঃ মিসবাউলের দেশপ্রেমের এক উজ্জ্বল দৃষ্টান্ত। 

ডাঃ মিসবাউল এশিয়ান সোসাইটি অব কার্ডিওলজি (ASC) এর সহ-সভাপতি। এছাড়াও তিনি এবছর এশিয়া প্যাসিফিক প্রাইমারি হেল্থ অ্যাসোসিয়েশন (APPHA) এর ভাইস চেয়ারম্যান হিসেবে আগামী ৬ বছরের জন্য নিযুক্ত হয়েছেন।

 

অজয় কান্তি মন্ডল

ফুজিয়ান, চীন।