তেঁতুলিয়ায় করোনা পজেটিভ ব্যক্তি পলাতক!





সাব্বির হোসেন, তেঁতুলিয়া(পঞ্চগড়) প্রতিনিধি।

পঞ্চগড় জেলার তেতুলিয়া উপজেলা  ৩নং তেতুলিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড এর সিদ্দিক নগর গ্রামে আইবুল নামে একজন এর করোনা ভাইরাস পজেটিভ শনাক্ত হয়েছে।

জানা গেছে আইবুল (৩৫) কিছুদিন আগেই ঢাকা ফেরত, তেতুলিয়া মডেল থানা পুলিশ তার বাড়ি লকডাউন করেছিল, কিন্তু তিনি লকডাউন না মেনে সে বাহিরে ঘুড়াফেরা করে।

ঐ এলাকাবাসীর অভিযোগ, সে লকডাউন না মেনে  ঈদের নামাজ মসজিদে আদায় করেন , 

তেতুলিয়া মডেল থানার ওসি জহিরুল ইসলাম জানান, আইবুলের বাড়ির সবাই এখন লকডাউনে আছে, এবং তার বাড়ির লোকজন কেউই জানেন না যে আইবুল কোথায় আছে।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ