স্টাফ রিপোর্টারঃ যশোরের অতিনপরিচিত মুখ মুস্তাফিজুর রহমান কাবুল মারা গেছে । তিনি বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯ টার আগে মৃত্যু বরণ করেছেন (ইন্না…রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। মণিরামপুরের ঝাপায় তার গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে জানা গেছে। গুরুতর অসুস্থ হয়ে পড়ায় রোববার কাবুলকে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়েছিল বলে তার স্বজনরা জানান। রাত নয়টার কিছু সময় আগে তিনি সেখানে মারা যান।
মাসের মাঝামাঝি সময়ে মুস্তাফিজুর রহমান কাবুল অসুস্থ হয়ে পড়েন বলে জানান যুবমৈত্রী যশোর জেলা কমিটির সভাপতি অনুপ কুমার পিন্টু। ২২ এপ্রিল যশোরের কুইন্স হসপিটালে এমআরআই করা হয়। রিপোর্ট আসে তার মাথায় মাল্টিপল টিউমার আছে। দেরি না করে তিনি ঢাকায় চলে যান। সেখানে মেয়ের বাসায় থেকে তিনি রাজধানীর বিভিন্ন হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা করান। এতে তার ফুসফুসের ক্যানসারও ধরা পড়ে। চিকিৎসার অংশ হিসেবে মহাখালী ক্যানসার হাসপাতালে কাবুলের শরীরে পাঁচ দফা রেডিয়েশন দেওয়া হয়েছিল। কিন্তু কেমোথেরাপি দেওয়ার সুযোগ হয়নি।অ্যাডভোকেট আজিজুর রহমান সাবু জানান, মুস্তাফিজুর রহমান কাবুলের বয়স হয়েছিল ৬০। মণিরামপুর উপজেলার ঝাঁপা গ্রামে জন্ম নেওয়া কাবুল জনতা ব্যাংকে চাকরি করতেন। সেই সূত্রে যশোর শহরের বারান্দিপাড়ায় স্থায়ীভাবে বসবাস করতেন তিনি।
কাবুল স্ত্রী, দুই ছেলে-মেয়ে, বাবাসহ বহু শুভাকাক্সক্ষী ও অনুসারী রেখে গেছেন।
মরদেহ কখন যশোরে আনা হবে, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে, তার লাশ যশোরে আনা হবে এবং দাফন হবে মণিরামপুরের ঝাঁপা গ্রামে তার বন্ধুমহল নিশ্চিত করেছেন।
