দিনাজপুর প্রতিনিধি ॥ দিনাজপুর সদর আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম ২০২০ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ মেধাবীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে এক বিবৃতিতে বলেন , বিশ্বমানের মানুষ হতে না পারলে তথ্য প্রযুক্তির এই যুগে কোন মুল্য নেই। এসএসসির এই ফলাফল জীবন গড়ার যাত্রা শুরু হল। এই যাত্রাকে কাজের লাগোতে হবে। সকল প্রকার দুর্ণীতি মাদকদ্রব্য ও অপরাধ মুলক কাজ থেকে দুরে থাকতে হবে। সমাজে ভাল মানুষের সাথে নিজেকে ভাল মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। আজকের এই মেধাবীরাই একদিন রাষ্ট্র ক্ষমতার কর্ণধার হবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে এবং বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন-২০৪১ এ উন্নত বাংলাদেশ বিনির্মানের কারিগর হিসেবে নিজেদেরকে জ্ঞাণ, বিজ্ঞান ও আধুনিক প্রযুক্তিতে গড়ে তুলতে হবে। তিনি বলেন, দেশের এই দুর্যোগকালে এসএসসির এই ফলাফল নিয়ে ঘরে থেকে পরিবারের সাথে আনন্দ উপভোগ করার আহবান জানান। তিনি সকলের মঙ্গল কামনা করেন এবং দুর্যোগকালীন করোনা ভাইরাস পরিস্থিতির মধ্যেও এসএসসির ফল প্রকাশের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিক্ষামন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)