আকরাম হোসেন সুমন কুয়েত রিপোর্টারঃ
কুয়েত থেকে ছুটিতে আছেন
আপনারা কোন প্রকার চিন্তা করবেন না, যারা দেশে আছেন তাদের আকামা লাগানো যাবে এবং যাচ্ছে, এখন
ফিঙ্গারপ্রিন্ট ছাড়াও আকামা লাগানো যায় কেউ যদি বলে বাংলাদেশীদের আকামা ফিঙ্গার ছাড়া লাগানো যায়না বা অন্য কিছু তাহলে বুঝতে হবে সে না জেনেই বলেছে।
যাদের আকামা ১৮ নম্বার তারা তাদের মন্দুবের সাথে যোগাযোগ করলে আকামা লাগবে, অফিস বন্ধ থাকলেও কোম্পানি তাদের আকামা রিনিউ করতে পারছেন।
১- প্রথমে শোন পাস করবেন
২- দামান ছাহি অর্থাৎ রক্তের গ্রুপ দিবেন
৩- কপিল অথবা মন্দুবকে বলবেন দামান ছাহি বা মেডিকেল রিপোর্ট কপি, পাসপোর্ট কপি, নতুন শোন পাস কপি, সিভিল আইডি কপি এবং কপিলের বতাকা কপি, ইত্তেমাদ কপি, এগুলো নিয়ে বলবেন কপিল অথবা মন্দুবকে মশরেফ জয়াজাতে যেতে সেইখানে এই গুলো জমা দিবে আর বলবে আমেল খারেজ বিলাদ, তখন এই কাগজ রেখে দিবে আর বলবে ৩ দিনের ভিতরে রিপোর্ট অনলাইনে আসবে, তারপর অনলাইনে আকামা রিনিউ হয়ে যাবে, কেউ বিভ্রান্ত হবেন না।
এখন এগুলো করার জন্য সব চেয়ে বেশি দরকার, কোম্পানি অনলাইন করা থাকতে হবে। এখন অনেকেই বলবে যে ভাই আমার আকামা মক্তবের অনলাইনে করা নাই তাহলে তাদের কে বলব আপনাদের কোম্পানির মেলাফ অনলাইনে জাওয়াজাত শোন দুইটা ই করে দিবে । আর একটা জরুরি কথা শোন পাস এবং দামান ছাহি করতে ফিঙ্গার ফিং লাগেনা।
নোটঃ যারা কুয়েতের বাহিরে আছেন কেবল তাদের ই আকামা লাগাতে ফিঙ্গার লাগবেনা।
যাদের আকামা খাদেম তাদের আকামা ও লাগানো যাবে তাদের জন্য আগে দামান ছাহি অর্থাৎ রক্তের গ্রুপ দিতে হবে তারপর -ইজনে আমেল ও সিভিল আইডি কপি+পাসপোর্ট কপি+দামান ছাহি অর্থাৎ মেডিকেল রিপোর্ট কপি+ কপিলের বতাকার কপি- এগুলো নিয়ে কপিলের বতাকার এড্রেস অনুযায়ী ফিঙ্গার অফিসে জমা দিলে তিন দিনে আবার অনলাইনে রিপোর্ট আসবে আসলে আকামা লেগে যাবে।
যাদের ফ্যামিলি_ভিসাঃ ২২ নম্বার তারাও খাদেমের মত ই সব কিছু শুধু কপিল হবে বাংলাদেশী আজনবী বাকি কাজ সবই একি সিস্টেম খাদেমের।
দ্বিতীয়তঃ যারা দেশে আসছেন ৬ মাস পূর্ন হয়ে গেছে তাদের কে বলি তারা ও কোন প্রকার টেনশন করবেন না..
কুয়েত সরকার ইতিমধ্যে ৬ মাসের মেয়াদের যে নির্দিষ্ট সময় সীমা ছিলো এইটা আপাতত তিন মাস বৃদ্ধি করেছে তার মানে ৯ মাস হলেও আপনি যেতে পারবেন, আর যদি ৯ মাস অভার হয়েও যায় আকামা র মেয়াদ থাকে তারা ধৈর্য ধারণ করুণ আর আকামার মেয়াদ থাকলে কুয়েত সরকার কোন একটা ব্যবস্থা করবে ইনশাআল্লাহ, কোন প্রকার দালাল এবং প্রতারক চক্র হতে সাবধান থাকবেন, নিজকে সর্তকতা অবলম্বন করুন। নিজে সুস্থ থাকুন অন্যকে সুস্থ রাখুন সব সময় সমাজিক দূরত্বতা বজায় রাখুন
ধন্যবাদ সবাইকে