রাজারহাটে করোনা সন্দেহে ৬ ব্যক্তির নমুনা সংগ্রহ"





মোঃইয়ামিন সরকার আকাশ।
কুড়িগ্রাম প্রতিনিধি 

কুড়িগ্রামে রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের, রাজমাল্লীর হাট ফাজিল মাদ্রাসা মাঠে গতকাল ৩০ মে ২০২০ইং রোজ শনিবার সকাল ১১:৩০ মিনিটে করোনা সন্দেহে ৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। করোনা সন্দেহে ৬ জনের নমুনা সংগ্রহ করে রাজারহাট হাসপাতালের স্বাস্থ্য বিভাগের মেডিকেল টিম। এর মধ্যে উমর মজিদ ইউনিয়নের ঘুমারুঘুমশীতলা গ্রামের, আলামিন (২৮) সিদ্দিকুর রহমান (২৭) রাসেল (২৫) এজাজুল (২৭) মমিনা বেগম (২৬) আলিজান (২৫) মোট ৬ জনের নমুনা সংগ্রহ করেছেন।জানা গেছে, এরা সবাই কয়েকদিন ধরে জ্বর, মাথা ব্যথা ও সর্দি-কাশিতে আক্রান্ত থাকায় উপজেলা স্বাস্থ্য বিভাগ তাদের পরিবারকে হোম কোয়ারান্টাইনে থাকার পরামর্শ দেন।

 কিন্তু এলাকাবাসীর আতঙ্ক ও ভয়ের কারণে তাদের নমুনা সংগ্রহ করে প্রেরণ করা হয়েছে।উপজেলা স্বাস্থ্য বিভাগ ও সিভিল সার্জন সূত্রে জানা যায়, উমর মজিদ ইউনিয়নের ঘুমারুঘুমশীতলা গ্রামে ঢাকা ফেরত ৬ জনের  জ্বর, মাথা ব্যথা ও সর্দি,কাশিতে আক্রান্ত হয়ে বাসায় অবস্থান করছিলেন। এ খবর শোনা মাত্র শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য বিভাগ ঐ ৬ জনের নমুনা সংগ্রহ করতে যায়। সেইসাথে তাদের সহ তার পরিবারকে হোম কোরান্টাইনে থাকার নিদের্শনা দেয়া হয়। রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নে ঐ গ্রামের ঢাকা ফেরত ৬ জনের লক্ষণ দেখা দেয়ায় তাদের রক্তের নমুনা সংগ্রহ করা হয়। শনিবার সকালে। তাদের নমূনা সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজে প্রেরণ করা হবে বলে জানান তিনি।

উপজেলা স্বাস্থ্য বিভাগের আঃ লতিফ সরকার এস আই জানান, সংবাদ পাওয়ার পর থেকে আমরা তার পরিবারের সঙ্গে যোগাযোগ করি এবং হোমকোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেই। তিনি জ্বর, সর্দি ও কাশিতে আক্রান্ত হলেও অবস্থার অনেকটা উন্নতি হয়েছে। তিনি আরো বলেন, জনমনে আতঙ্ক দূর করতে শনিবার সকালে মেডিকেল টিম তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।এ ব্যাপারে মোঃ আনোয়ারুল ইসলাম এমপি টি ল্যাব, আব্দুল জলিল স্বাস্থ্য পরিষদ জানান, শনিবার ৬ জনের রক্তের নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজে পাঠানো হয়। তবে তাদের রিপোর্ট পজিটিভ কিংবা নেগেটিভ যাই হোক তা আইইডিসিআরে পাঠালে সেখান থেকে আমাদের উপজেলা স্বাস্থ্যবিভাগে জানানো হবে।

এসময় উপস্থিত ছিলেন, আব্দুল লতিফ এস আই, মোঃ আনোয়ারুল ইসলাম এমপি টি ল্যাব, আব্দুল জলিল স্বাস্থ্য পরিষদ মোঃ আবুল কালাম আজাদ ড্রাইভার, মনশা চন্দ্র এজেন্ট প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ