মিরসরাই প্রতিনিধি
চট্টগ্রামের মিরসরাই উপজেলায় পৃথক দুটি অভিযানে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মিরসরাই থানা পুলিশ। শনিবার (৩০মে) রাতে উপজেলার সুফিয়া রোড এলাকা থেকে ২৫পিস ইয়াবা সহ মাদক ব্যাবসায়ী আকবর( ৩৫) কে গ্রেপ্তার করে পুলিশ। অন্য একটি অভিযানে ৪১ পিস ইয়াবাসহ আবুতোরাব বড়তলা এলাকা থেকে আরো দুজনকে গ্রেপ্তার করা হয়। তসরা হলেন, মায়ানী এলাকার বেলায়েত হোসেন আরিফ(৩০), ইব্রাহিম(৩৫)।
জানা গেছে, আবুতোরাব বড়তলা এলাকায় ইয়াবা বিক্রি করছে এমন সংবাদে স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মীরা গিয়ে তাদের আটক করে। পরে থানা পুলিশের হাতে তাদের সোপর্দ করে।
আটকের বিষয়ে জানতে চাইলে মায়ানী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ওমর ফারুক বলেন, মায়ানীকে মাদকমুক্ত করতে মায়ানী ইউনিয়ন ছাত্রলীগ প্রত্যেক ওয়ার্ডে কঠোরভাবে ভাবে অবস্থান নিচ্ছে। মাদক কারবারে যে বা যারা জড়িত তাদের বিরুদ্ধে ছাত্রলীগ অবস্থান করবে।
তাদের বিরুদ্ধে মিরসরাই থানায় মাদক আইনে মামলা করা হয়েছে বলে জানান এস আই আবুল কাশেম।