শামিম উদ্দিন চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
হামলায় আহত শিবগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম কে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শনিবার সন্ধ্যায় নেয়া হলে সেখানে দেখতে যান চাঁপাইনবাবগঞ্জ ১ আসনের সাংসদ ডাক্তার শামিল উদ্দিন আহমেদ শিমুল ।এর আগে একই দিন দুপুরে আহত যুবলীগ সভাপতি কে শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দেখতে যান চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. আমানুল্লাহ বাবু। এদিকে এ ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে প্রতিবাদ সভা করা হয় জেলা যুবলীগের পক্ষ থেকে। সভায় সুষ্ঠু বিচার দাবি জানানো হয়।
জেলা যুবলীগের সভাপতি সামিউল হক লিটন এর নির্দেশনায় সাধারণ সম্পাদক আমানুল্লাহ বাবু আহত রফিকুল ইসলামের চিকিৎসা ও সার্বিক বিষয়ে খোঁজ নেন। এ সময় উপস্থিত ছিলেন, যুবলীগ নেতা লেনিন প্রামাণিকসহ যুবলীগের বিভিন্নস্তরের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি অধ্যাপক মো. রফিকুল ইসলামকে ৩/৪ জন অজ্ঞাত ছিনতাইকারী এলোপাতাড়ি কিল, ঘুসি ও পিটিয়ে আহত করে। এ সময় মানিব্যাগ, মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায় ছিনতাইকারীরা।
শুক্রবার রাত সাড়ে ১০ টার দিকে শিবগঞ্জ উপজেলার দূর্লভপুর উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। পরে স্থানীয় এলাকাবাসী আহত অবস্থায় রফিকুলকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
