নিউজ ডেস্কঃ এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের সময় পরিবর্তন করা হয়েছে। পূর্বের ঘোষণা অনুযায়ী আগামী রোববার (৩১ মে) বেলা ১২টার পরিবর্তে ফলাফল টি ১ ঘণ্টা এগিয়ে বেলা ১১টার সময় প্রকাশক করা হবে। তবে এর আগে সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফলাফল ঘোষণা করবেন। অপরদিকে সকাল ১১টায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ফলাফলের বিস্তারিত প্রকাশ করবেন। শনিবার (৩০ মে) বিকালে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের কর্তৃক প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিটিভি সম্পূর্ণ বক্তব্য ধারণ করবে। নিউজ ও ফুটেজ সকল ইলেক্টনিক মিডিয়ায় প্রেরণ করা হবে। ফুটেজ ও প্রাসঙ্গিক ডকুমেন্টস ইমেইল, মেজেঞ্জার ও উইট্রান্সফারে ও প্রেরণ করা হবে। পাশাপাশি ফেসবুকে লাইভ করা হবে। কমেন্ট
অপশনে গিয়ে যে কেউ প্রশ্ন করতে পারবেন। বক্তব্য শেষে জবাব দেয়া হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনা মহামারির কারণে স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় গণমাধ্যম কর্মীদেরকে ব্রিফিং এর স্থানে না আসার জন্য বিশেষভাবে অনুরোধ করা হল।