সাধারণ জ্ঞানের আসর-০১

 



শিক্ষা ডেস্কঃ
১. বাংলা  একাডেমির মুলভবনের নাম কি? উঃ- বর্ধমান হাউজ
২. সংসদ ভবনের স্থপতি কে? উঃ - লুই আই কান
৩. পদ্মা ও যমুনা কোথায় মিলিত হয়েছে? উঃ - গোয়ালন্দ
৪. জাতিসংঘ কোন সালে প্রতিষ্ঠিত হয়?  উঃ -১৯৪৫ সালে 
৫.বরিশালের প্রাচীন নাম কি?  উঃ- বাকলা 
৬. ডিম - ৮ এর সদর দপ্তর কোথায়? উঃ -ইস্তাম্বুল 
৭. মাটির ময়না ছবির পরিচালক কে?  উঃ- তারেক মাসুদ 
৮. ইস্তিফাদা কী?  উঃ- প্যালেস্টাইনের জাগরণ
৯. মহাত্মা গান্ধী বাংলাদেশের কোন জেলায় সফর করেছিলেন? উঃ- নোয়াখালী 
১০. বুলবুল -ই- হিন্দ কাকে বলা হয়?উঃ- তানসেনকে

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ